• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বাংলায় নয়, হিন্দিতে ‘কাঁচাবাদাম’ গাইবেন হিরো আলম (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:১৩
ছবি: সংগৃহীত

ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ এমন কথার গান গেয়ে রাতারাতি তারকা বনে গেছেন ভুবন।

ভুবনের এই গানটি ভাইরাল হওয়ার পর দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষেরা তার সঙ্গে দেখা করেছেন। তার সঙ্গে কথা বলে ভিডিও ধারণ করে হয়েছেন ভাইরাল এবং আর্থিকভাবে লাভবান।

অনেকেই এই গানটি নতুনভাবে নিজেদের মতো করে গেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই গানটি ভেসে আসছে বারবার। এবার ‘কাঁচাবাদাম’ গানটি গাইতে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আরেক আলোচিত নাম হিরো আলম।

হিরো আলম বলেন, সবাই তো ‘কাঁচাবাদাম’ গান বাংলায় গেয়েছে। আমি কিন্তু ভাই ভিন্ন দিকে হাঁটছি। গানটি হিন্দি ভাষায় গাইব আমি। নির্মাণ হবে মিউজিক ভিডিও। এ জন্য স্পন্সর খুঁজছি। শিগগিরই দর্শক-শ্রোতাদের সামনে গানটি নিয়ে হাজির হব।

সম্প্রতি হিরো আলম ‘বউ জামাইয়ের লড়াই’ ছবির কাজ শেষ করেছেন। বর্তমানে ‘নষ্ট হওয়ার কষ্ট’ ছবি নিয়ে ব্যস্ত আছেন তিনি।

কেইউ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবিতে হিরো আলম
অভিযোগ দিতে দুপুরবেলা ডিবি কার্যালয়ে হিরো আলম
এবার ভুয়া ভুয়া ধ্বনিতে বইমেলা থেকে বিতাড়িত হিরো আলম
X
Fresh