Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

বাগদানের পর খুশির সংবাদ দিলেন মিম

ছবি: সংগৃহীত

কদিন আগেই হবু বরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। করেছিলেন আংটি বদল। চলছে তার জীবনের পথচলা। তবে এই পথ চলাতে কিন্তু থেমে নেই শুটিং। ইতোমধ্যেই শুটিংয়ে ফিরেছেন তিনি। নতুন জীবনের শুরুতে এবার আরও একটি সুসংবাদ দিলেন চিত্রনায়িকা। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। সিনেমার নাম ‘পথে হলো দেখা।’ গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই ‘সুন্দরী’।

জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা।

বিদ্যা সিনহা জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতেন চান। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান।

পরিচালক রায়হান জুয়েল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।

এদিকে আগামী ১ ডিসেম্বর ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম।

কেইউ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS