Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২০ অক্টোবর ২০২১, ৫ কার্তিক ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২১, ০৯:৫১
আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১০:০৮

নুসরাতের ছেলের নাম জানালেন যশ

নুসরাতের ছেলের নাম জানালেন যশ

কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান মা হয়েছেন। গেলো বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তবে সন্তানের পিতৃপরিচয় আড়াল করার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিলো, ‘ছেলের নাম কী রাখবেন নুসরাত জাহান?’

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, একদিকে যেমন নতুন মায়ের জন্য নেটমাধ্যমে শুভেচ্ছার ঢল, অন্যদিকে নেটাগরিকদের একাংশ নুসরাতের সন্তানের সম্ভাব্য নাম ভাবতে ব্যস্ত। একই সঙ্গে সন্তানের পিতা কে, সেই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে আছে নেটাগরিকরা।

এজন্যই হয়তো কেউ কেউ লিখছেন, যশের সঙ্গে নাম মিলিয়ে নুসরাতের পুত্র সন্তানের নাম হবে ‘যশরাত’। অনেকেই আবার নুসরাত এবং যশের নামের বানান মিলিয়ে সন্তানের নাম ‘নুহাস’ রাখার পরামর্শ দিয়েছেন।

বলে রাখা ভালো, বাহারি নামের পরামর্শের পাশাপাশি সেই নামকে ঘিরেই শুরু হয়েছে নানা ব্যঙ্গোক্তি, পরিহাস। সন্তান জন্মের আগে থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ায় সদ্যোজাতের নাম ‘খেসারাত’ রাখার কথা লিখলেন একজন। এখানেই শেষ নয়, নুসরাতের জীবনের নতুন অধ্যায়ে অনেকেই আবার টেনে এনেছেন তার সাবেক স্বামী নিখিল জৈনকে। লিখেছেন, নুসরাতের সন্তানের নাম নিখিলের সঙ্গে মিলিয়ে রাখা হোক ‘নিখিলেশ’।

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাতের সন্তানকে নিয়ে যশ জানান, ‘আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। ভালো আছেন নুসরাত ও তার ছেলে ঈশান।'

প্রসঙ্গত, স্বামী নিখিল জৈনকে ছেড়েছেন আগেই। তারপর নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে তার মেলামেশা সবার নজরে আসে। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে আসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর। অনেকেই ধারণা করছেন প্রেমিক যশের সঙ্গে লিভ টুগেদারের ফল এই ছেলে।

গর্ভবতী হওয়ার পর থেকেই প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে ছিলেন যশ। হাসপাতালে যাওয়ার পরও নুসরাতের পাশে ছিলেন তিনি। এমনকি হাসপাতালে যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী।

নুসরাতের সন্তান জন্মের পর শিশুটিকে তুলনা করা হচ্ছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুর খানের বড় ছেলে তৈমুরের সঙ্গে। কারণ তৈমুরের মতোই নুসরাতের ছেলেকে নিয়েও কৌতূহলের শেষ নেই ভক্তদের।

এনএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS