Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ৫ আশ্বিন ১৪২৮

মিথিলার সেই গুঞ্জনটি সত্যি

রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা। তাকে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো টালিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক রাজর্ষি দে ও মিথিলা।

অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নির্মাতা জানালেন, তার ‘মায়া’ ছবিতে অভিনয় করবেন মিথিলা। সম্পন্ন হয়েছে লুক টেস্ট।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রাজর্ষি দে বলেন—‘চিত্রনাট‌্য রচনার সময়ে মায়া চরিত্রের জন‌্য ভেবে রেখেছিলাম মিথিলাকে। তার কিছু কাজ দেখে সৃজিতের সঙ্গে যোগাযোগ করলে ইতিবাচক সাড়া পাই। পরে চিত্রনাট‌্য পাঠালে মিথিলা খুব পছন্দ করেন।’

বর্তমানে কলকাতায় শ্বশুরবাড়িতে রয়েছেন মিথিলা। তিনি বলেন—‘এই মুহূর্তে ছবিটি নিয়ে কথা বলার মতো অবস্থায় আমি নেই। অন্তত অনুমান নির্ভর কথা বলা ঠিক হবে না।’

জানা গেছে, শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এতে লেডি ম‌্যাকবেথের চরিত্রে অভিনয় করবেন কলকাতার তনুশ্রী চক্রবর্তী। আসছে ১২ জুলাই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS