Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮

বিনোদন ডেস্ক

  ১০ জুন ২০২১, ২১:২৫
আপডেট : ১০ জুন ২০২১, ২১:৫১

সরব সমু চৌধুরী

সমু চৌধুরী

একটা সময় টিভি পর্দার নিয়মিত মুখ ছিলেন সমু চৌধুরী। দর্শকনন্দিত এই অভিনেতাকে চলচ্চিত্রেও দেখা গেছে।

সমু চৌধুরীর প্রতি দর্শক আগ্রহ থাকলেও মাঝে কোথায় যেন ডুব মেরেছিলেন। আবারও দর্শকের ভালোবাসায় ফিরেছেন তিনি। গেলো কয়েক বছর ধরে নিজেকে মেলে ধরছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে।

পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করছেন সমু চৌধুরী। বর্তমানে তিনি পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি নির্মাতা তপু খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’ ছবির শুটিং শুরু করেছেন। গল্পে একজন কাউন্সিলের চরিত্রে দেখা যাবে সমু চৌধুরীকে।

এর বাইরে ছবিগুলো হলো- ‘দামাল’, ‘কথা দিলাম’, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ও ‘মনোলোক’। প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে দাবি করেন এই অভিনেতা।

এছাড়া ‘মাশরাফি জুনিয়র’, ‘অ্যানালগ লাইফ’ ও ‘আলো আঁধার’সহ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন সমু চৌধুরী।

এম

RTV Drama
RTVPLUS