Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৩ জুন ২০২১, ৯ আষাঢ় ১৪২৮

বিনোদন ডেস্ক

  ০৩ জুন ২০২১, ২১:২০
আপডেট : ০৩ জুন ২০২১, ২১:২৭

পর্নোগ্রাফিতে অভিনেত্রী, তদন্তে নেমেছে পুলিশ

রেম্যা সুরেশ

দক্ষিণী অভিনেত্রী রেম্যা সুরেশকে পর্নোগ্রাফিতে দেখা গেলো। মূল ঘটনা হলো প্রযুক্তির মাধ্যমে এডিট করে সেই ছবিতে থাকা অভিনেত্রীর মুখের পরিবর্তে বসিয়ে দেয়া হয় রেম্যার মুখ।

বিষয়টি নিজের ফেসবুকের পাতায় প্রকাশ্যে আনেন অভিনেত্রী রেম্যা সুরেশ। তিনি জানিয়েছেন, একজন পরিচিত এই পর্নোগ্রাফি বিষয়ে তাকে অবহিত করেন। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ায় অবাক হয়েছিলেন অভিনেত্রী।

রেম্যা সুরেশ জানান, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তার মুখের গঠন আমার সঙ্গে মিলে যায়। কিন্তু যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা বুঝবেন ওই মহিলা আসলে আমি নই। যারা চেনেন না, ভয়টা তাদের নিয়ে।

এরই মধ্যে কেরালার আলাপুজা থানায় পুলিশ সুপারিন্টেন্ডের কাছে এবং সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন রেম্যা সুরেশ। পুলিশ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ভিডিওটি ছড়িয়েছিল, সেটি ও তার অ্যাডমিনের তথ্য খুঁজে বের করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় করছে।

এম

RTV Drama
RTVPLUS