Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৩ জুন ২০২১, ৯ আষাঢ় ১৪২৮

বিনোদন ডেস্ক

  ০৩ জুন ২০২১, ১৭:০৯

৪৮ বছরের বিবাহিত জীবন

যে নায়িকার জন্য ভাঙতে বসেছিল সংসার

ফাইল ছবি

১৯৭৩ সালের ৩ জুন অর্থাৎ আজকের দিনেই এক হয়েছিল চার হাত। সেই হিসেবে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন জীবনে ৪৮ বছর কাটালেন।

তাদের বিবাহিত জীবনে বহু চড়াই-উৎরই পার করে এসেছেন। সংসার ভাঙার গুজব কম হয়নি।

মাঝে শোনা যায় রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন অমিতাভ। সেসময়ও সব কিছু সামলে নিয়েছিলেন। অর্ধাঙ্গীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের সময় তোলা একটি ছবি পোস্ট করলেন অমিতাভ।

দু'টি ছবির একটি কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যদিও প্রথমটি থেকে ভুলবশত বাদ চলে গিয়েছে তার মাথা। পরের ছবিটি একদম ঠিক আছে। সেটি বিয়ের ষজ্ঞ বা সিঁদুর দানের একটি মুহূর্ত বলেই মনে করা হচ্ছে।

‘জঞ্জির’, ‘শোলে’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘সিলসিলা’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। প্রথম সন্তান শ্বেতার জন্মের পর অভিনয় জগত থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়া শুরু করেছিলেন জয়া।

সবশেষ ‘কাভি খুশি কাভি গম’ ও ‘কী অ্যান্ড কা’-তে দেখা গিয়েছিল অমিতাভ-জয়া জুটিকে।

এম

RTV Drama
RTVPLUS