Mir cement
logo
  • ঢাকা বুধবার, ১৬ জুন ২০২১, ২ আষাঢ় ১৪২৮

মুটিয়ে গিয়েছেন বাহুবলির নায়িকা, ছবি ভাইরাল

আনুশকা শেঠি

দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা আনুশকা শেঠি। বাহুবলি’তে কাজের সুবাদে তার জনপ্রিয়তা বেড়ে যায় তুমুল।

হঠাৎ করে আবারও আনুশকাকে নিয়ে আলোচনা হচ্ছে। নায়িকার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ মুটিয়ে গিয়েছেন দর্শকদের ক্রাশ আনুশকা শেঠি। তবে বাড়তি ওজন,নো মেক আপ লুক থাকা সত্বেও ছবিতে নজর কেড়েছে আনুশকার গাল ভরা হাসি।

‘বাহুবলী’ সিনেমায় আনুশকা অভিনীত ‘দেবসেনা’-র রূপে মুগ্ধ হননি এমন দর্শক বিরল। অভিনয়ের পাশাপাশি নজর করেছিল তার তন্বী চেহারাও। নায়িকার আবেদনে কাৎ হয়েছিল তামাম দর্শককুল।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া তার নতুন ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ছবিতে প্রথমেই নজর কাড়বে অভিনেত্রীর ওজন। স্পষ্ট বোঝা যাচ্ছে ওজন বেড়েছে তার।

গুঞ্জন উঠেছে লকডাউনে নিজেকে ঠিকঠাক মেনটেন না করার জন্য হয়তো স্ফীত হয়েছেন তিনি। অবশ্য কান পাতলে এও শোনা যাচ্ছে গত বছরের ডিসেম্বরে নিজের বন্ধুদের সঙ্গে যখন হরিদ্বার ভ্রমণে গেছিলেন তিনি,এই ছবি তোলা হয়েছিল তখন।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই মুহূর্তে বেঙ্গালুরুতে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন আনুশকা। করোনা আতঙ্কের ফলে শুটিংও নাকি আপাতত বন্ধই রেখেছেন তিনি।

হিন্দিস্তান টাইমস থেকে পরিমার্জিত।

এম

RTV Drama
RTVPLUS