Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮

রিভেঞ্জে নাম লেখালেন  বুবলী

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শবনম বুবলী নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। নাম ‘রিভেঞ্জ’। সোমবার ইফতারের পর রাজধানীর গুলশানের একটি রেস্তোরায় এ ছবির ঘোষণা দেন প্রযোজক কাম পরিচালক এমডি ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন ছবির নায়িকা বুবলী, খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগর, রোশান, সীমান্ত। তারা সবাই ছবিতে অভিনয় করছেন।

এ সময় বুবলী বলেন, আমার প্রথম সেন্সর হওয়া ছবি শুটার’র প্রযোজক ছিলেন ইকবাল ভাই। তিনি আমার বড় ভাইয়ের মতো তার সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছি আনন্দ লাগছে। আর মিশা ভাই আছেন আমাদের সঙ্গে। তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা দারুণ। ভালো একটি ছবি উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।

এমডি ইকবাল জানান, আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ২০ মে থেকে ‘রিভেঞ্জ’র শুটিং শুরু করবেন। তবে পুরোটা নির্ভর করছেন করোনা পরিস্থিতির ওপর। কেরানিগঞ্জ ও মাদারীপুর শুটিং হবে ছবিটির।

এম

RTV Drama
RTVPLUS