Mir cement
logo
  • ঢাকা শনিবার, ০৮ মে ২০২১, ২৫ বৈশাখ ১৪২৮

কলকাতায় আটকা পড়লেন মোশাররফ করিম

মোশাররফ করিম

দেশের সুপরিচিত নাটক ও চলচ্চিত্র অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতা বেশ কিছু দিন ধরেই কলকাতায় অবস্থান করছেন।

জানা গেছে, ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন তিনি। গত মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা ছিল। ভারতে হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় লকডাউন চলছে। ফলে পিছিয়ে যায় তার দেশে ফেরা।

বর্তমানে বাধ্য হয়েই কলকাতায় আরও কিছুদিন থাকতে হবে মোশাররফকে। তার সঙ্গে আছেন স্ত্রী রোবেনা রেজা জুঁইও।

মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘আগামী ৯ মে দেশে ফিরতে পারি। হয়তো ঈদের আগে এবারও শুটিং না-ও করতে পারি। এখন কলকাতাতে রয়েছি। এখানেও ঘরবন্দী অবস্থায় কেটে যাচ্ছে। করোনা নিয়ে একটা ভয় আছে। তবে সতর্ক আছি।’

জানা গেছে, ঈদ উল ফিতরে ‘যমজ-১৪’, ‘সীমার’, ‘সাদা মনের মানুষ’, ‘বিজ্ঞাপন’, ‘হাবিবুল ও একটি ভয়ংকর প্রেম’, ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’সহ মোশাররফ করিম অভিনীত প্রায় ২০টি নাটক প্রচার হওয়ার কথা।

এম

RTV Drama
RTVPLUS