Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১৭:০৫
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৭:১৬

বধূ সাজলেন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা

The bride is a transgender woman named Tasnuva,
সংগৃহীত

রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী হয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাসনুভা আনান। তার এই সাহসী পথচলা এখন অনেকের অনুপ্রেরণা। তাসনুভা গত নারী দিবসে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করে আলোচিত হয়েছেন। এবার তিনি বউ সেজেছেন। তবে বিয়ের পাত্রী হিসেবে নয়, আহাম ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য তাকে নববধূ সাজতে হয়েছে।

অর্থাৎ মডেল হিসেবে তাসনুভার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। গতকাল (২ এপ্রিল) রাজধানীর বারিধারায় আহাম কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে তাসনুভা ক্যামেরার সামনে দাঁড়ান।

এ প্রসঙ্গে তাসনুভা বলেন, ‘আহাম নামের নতুন একটি ব্র্যান্ডের জন্য ব্রাইডাল শুট করেছি। এ জন্য আমাকে বধূ সাজতে হয়েছে। কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো।’

ভবিষ্যতে কি মডেলিংয়ে আরো দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে তাসনুভা বলেন, ‘আপাতত মাস্টার্স শেষ করতে চাই। এর মধ্যে ভালো কাজের সুযোগ থাকলে সেগুলো করবো। এখন পড়াশোনা আর নিউজ পড়া নিয়েই থাকতে চাই। অবশ্য দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলোর শুটিং শুরু হলে করবো।’

সংবাদ পাঠিকার কাজটি বেশ উপভোগ করছেন জানিয়ে এই রূপান্তরিত নারী বলেন, ‘এটি খুবই সম্মানজনক পেশা। আমি মনে করি, আমার জীবনের সম্মানের যদি কোনো জায়গা হয়, তবে এই কাজটি হবে মাইলফলক। এর মাধ্যমে আমাদের ট্রান্স মেয়েদের কাজের সুযোগ তৈরি হলো। সে ক্ষেত্রে নিজেদের যোগ্যতা বড় একটি বিষয়।’

এনএস/পি

RTV Drama
RTVPLUS