বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:০২
ইমরান হাশমির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই পাক অভিনেত্রী

বলিউডের সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মীরা। পরিবারের জন্যই ইমরানকে ফিরিয়ে দিতে বাধ্য হন তিনি। একটি টক শোতে এসে সঞ্চালিকার সঙ্গে কথোপকথনের সময় এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
সোনি রাজদানের 'নজর’ ছবিতে অভিনয় করেন মীরা। ৫০ বছর পর ভারত–পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এই ছবিটি দর্শকদের মন জয় করতে পারেনি এবং বক্স অফিসেও ফ্লপ হয়। পরবর্তীতে বলিউডের 'কসক’ এবং 'পাঁচ ঘণ্টে মে পাঁচ করোর’ এ অভিনয় করেন এই পাক অভিনেত্রী।
আরও পড়ুন :
- বেজবাবা সুমনের শারীরিক অবস্থা সংকটজনক
সম্পূর্ণ নগ্ন হলেন কিম কার্দাশিয়ান
কন্টাক্ট লেন্স গলে নায়িকার চোখ ক্ষতিগ্রস্ত!
এদিকে রোমান্সের মোড়ক খুলে অনেকটাই রাশভারী হয়ে উঠেছেন ইমরান হাশমি। বর্তমানে ‘চেহেরে’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। অমিতাভ বচ্চনের সঙ্গে রহস্য ভরপুর এই থ্রিলার ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ এপ্রিল। এছাড়াও তার হাতে রয়েছে সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘মুম্বাই সাগা’ নামের আরেকটি সিনেমা।
সূত্র- ওয়ান ইন্ডিয়া।
এনএস/এম