বিনোদন ডেস্ক
আপডেট : ০১ মার্চ ২০২১, ১৯:৩৩
বিজেপিতে গেলেন শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বিজেপিতে যোগ দিলেন। সোমবার (১ মার্চ) দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টালিউডের এই প্রথম সারির নায়িকা।
বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চান তিনি।
আরও পড়ুন : তৃতীয় বিয়ে ভাঙতে না ভাঙতেই অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী!
তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। বাবা সব সময়ই শিখিয়েছেন, দেশের জন্য কিছু করতে। সেই শিক্ষা থেকেই তিনি এবার মানুষের জন্য কিছু করতে চান বলে জানান শ্রাবন্তী।
আরও পড়ুন : বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সদ্যোজাত সন্তান নিয়ে হাজির শ্রাবন্তী!
বিজেপি যোগ দেওয়ার কারণ হিসেবে এই নায়িকা জানান, দেশের জন্য, রাজ্যের জন্য অনেক পরিবর্তন করছে। সেই কারণে বিজেপিতে যোগ দিয়ে দেশের জন্য বা রাজ্যের জন্য কিছু করতে চান।
এম