• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

‘টুম্পা সোনা’ গানে উদ্দাম নাচের অপরাধে ৫ জনের শাস্তি!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮
সংগৃহীত

ওয়েবসিরিজের জনপ্রিয় গান ‘টুম্পা সোনা’র সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। করোনা মহামারির কারণে পশ্চিমবঙ্গে স্কুল খুললেও কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনও চালু হয়নি। এমন পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজায় অংশ নিয়ে ‘টুম্পা সোনা’ গানে ছেলেমেয়ের উদ্দাম নাচের অপরাধে ৫ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পূজার কোন অনুমতি দেয়নি। তা সত্ত্বেও পূজা হয়েছে এবং পূজা চলাকালীন একদল ছেলে-মেয়েরা ‘টুম্পা সোনা’ গানের সঙ্গে উদ্দাম নাচ করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটি তদন্ত করা হবে।

এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে গঠন করা সিন্ডিকেট শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিন্ডিকেট ইতিমধ্যে ৫ জনকে চিহ্নিত করেছে। অভিযুক্তরা ২ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

‘টুম্পা সোনা’ গানে শিক্ষার্থীদের উদ্দাম নাচের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়। সকলের প্রশ্ন কিভাবে এমন ঘটনা ঘটলো? বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কিভাবে এমনটা হতে পারে? কেন কোন শালীনতা বজায় রাখা হলো না?

অনেকেই মন্তব্য করেছেন, যেখানে কোভিডের জন্য ক্লাস হচ্ছে না, সেখানে কিভাবে কোভিড বিধি-নিষেধ না মেনে এরকম আয়োজন করা হলো?

এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ জানায়, যেহেতু তারা প্রত্যেক বছর পূজা করে, তাই এ বছরও তারা পূজার আয়োজন করেছে।

সূত্র- জি নিউজ

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির প্রশ্নপত্র ফাঁস: ৮৭ শিক্ষার্থীসহ সব আসামি খালাস
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো রাশিয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের দ্বিতীয় দিন, হল ছাড়ছেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের স্বস্তি দিতে ক্লাসরুম হয়ে গেল ‘সুইমিং পুল’
X
Fresh