বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ
বিজেপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন প্রসেনজিৎ

ভারতের বিধানসভা নির্বাচনের আগে তারকাদের মাঝে দল বদলের হিড়িক লেগেছে। নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েকদিন। অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি কোন দলে যোগ দিতে পারেন এ নিয়ে চলছিলো আলোচনা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে দেখা করলেন ক্ষমতাসীন দলের নেতা অনির্বাণ গাঙ্গুলি। আর তার জেরে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কী এবার সুপারস্টারও রাজনীতির প্রাঙ্গণে নামতে চলেছেন!
এবার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রসেনজিৎ জানান, বিজেপিতে যোগ দিচ্ছেন না। রাজনীতিতে আসার জন্য আরও ৫ বছরের প্রস্তুতি প্রয়োজন। যদি রাজনীতিতে আসতেই হয়। তাহলে আমাকে এই প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিতে হবে।
উল্লেখ্য, টালিউড মহলে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যে থাবা বসাতে আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি।
জিএম/এম