logo
  • ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ২০ ফাল্গুন ১৪২৭

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৭

আবারও বিয়ে করলেন দিয়া মির্জা

বিউটি কুইন দিয়া মির্জা

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন দিয়া মির্জা। গেলো সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনের বাগিচায় প্রেমিক বৈভব রেখির সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। প্রথম স্বামীর মতোই দিয়ার বর্তমান স্বামীও পেশায় ব্যবসায়ী।

জানা যায়, বিয়েতে লাল শাড়িতে সেজেছিলেন সাবেক এই মিস ইন্ডিয়া ও মিস এশিয়া প্যাসিফিক। আর তার স্বামী পাগড়ির সঙ্গে সাদা কুর্তা-পায়জামা পরেছিলেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনসহ ৫০ জনের মতো অতিথি বিয়েতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে সাহিল সঙ্ঘকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। ৫ বছর এক ছাদের নিচে থাকার পর বিচ্ছেদ ঘটে তাদের। যদিও ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা নিয়ে একেবারেই মুখ খোলেননি এ অভিনেত্রী। বিচ্ছেদের এক বছর পর নতুন করে আবার সংসার গড়তে যাচ্ছেন তিনি।

এনএস/ এমকে

RTV Drama
RTVPLUS