logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৪ জানুয়ারি ২০২১, ১৬:৫৮

ঋত্বিককেই বেছে নিলেন প্রীতি

ছবিতে ঋত্বিক-প্রীতি।
ডিজিটাল প্ল্যাটফর্মে নাম লেখাচ্ছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। এটি গত বছরের খবর। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের পক্ষ থেকে এই নায়ককে দু’টি প্রজেক্টের প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু এরপর বিষয়টি নিয়ে কিছুই জানা যায়নি। শোনা যাচ্ছে, ডিজনি প্লাস হটস্টারের জন্য নির্মিত হবে ‘দ্য নাইট ম্যানেজার’ নামে ওয়েব সিরিজ। এটি প্রযোজনা করবেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

এই ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে ঋত্বিকের। এমন খবর বলিউড হাঙ্গামা-এর।

সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন—‘ওয়েব সিরিজটির চরিত্রের জন্য ঋত্বিক রোশান উপযুক্ত। আর এজন্য প্রীতি তার বন্ধু ঋত্বিককে বেছে নিয়েছেন। জন লে কারে-এর ‘দ্য নাইট ম্যানেজার’ উপন্যাসের ভারতীয় সংস্করণটি প্রযোজনা করছে প্রীতি জিনতা। ওয়েব সিরিজে নাকি ঋত্বিকের চরিত্রটি খুবই জটিল। খুব শিগগির এতে কাজ করার বিষয়ে সম্মতি জানাবেন ঋত্বিক।’

ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’ চিত্রনাট্য ও পরিচালনা করবেন সন্দ্বীপ মোদি।

এম

RTV Drama
RTVPLUS