logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৪ জানুয়ারি ২০২১, ১৫:৩৬
আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৬:৩৯

‘এমন অস্বাভাবিক জীবন কেউ চায় না’

নুসরাত ফারিয়া,
নুসরাত ফারিয়া।
‘এ ছবিগুলো কাজ করোনার আগে শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে গেছে। শুধু অভিনয়ের ভূবনই নয়, করোনার কারণে গত বছর তো সবই থমকে গেছে। সব কিছু উলোটপালোট হয়ে গেছে। এমন অস্বাভাবিক জীবন কেউ চায় না। আবারও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করতে চাই। হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করতে চাই। নতুন বছর স্বাভাবিক, সুস্থ ও সুন্দর জীবন কাটাতে চাই- এই প্রত্যাশাই করি।’

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এসব কথা বলেন। করোনার প্রভাবে জনজীবনে বিপন্ন হয়ে পড়েছিল। বর্তমানেও এর প্রভাব রয়েছে।     

এই মুহূর্তে নুসরাত ফারিয়ার হাতে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ভয়’, ‘পাতালঘর’, ‘বিবাহ অভিযান-২’, ‘বঙ্গবন্ধু’ ও ‘যদি কিন্তু তবুও’ ছবিগুলোর কাজ রয়েছে।

ফারিয়া বলেন, ‘পুরোনো ছবিগুলোর কাজ নিয়েই এখন ব্যস্ত আছি। করোনার আগে যেসব ছবির কাজ শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি- তা নিয়েই কথা হচ্ছে। দেখা যাক, কোনটার কাজ আগে শুরু হয়।’

তিনি আরও বলেন, ‘পুরোনো কাজগুলোর পাশাপাশি নতুন কাজ নিয়েও কথা হচ্ছে। বেশ কয়েকটি নতুন ছবির প্রস্তাব পেয়েছি। গল্প, চরিত্র সব কিছু দেখে সিদ্ধান্ত নেবো।’

এম

RTV Drama
RTVPLUS