logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪

সিসিইউতে অভিনেতা আমির সিরাজী

আমির সিরাজী,
আমির সিরাজী।
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বর্তমানে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার বড় মেয়ে নুরজাহান সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ এই অভিনেতার করোনা পরীক্ষা করার জন্য নমুনা নেয়া হয়েছে। তারপর রিপোর্ট নেগেটিভ আসলে আগামী শনিবার এনজিওগ্রাম করানো হবে। বুকে ব্লক আছে কিনা সেটা দেখার জন্য।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন আমির সিরাজী। তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তার অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। আমির সিরাজীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’।

এই ছবিটি ১৯৮৫ সালের ৫ জানুয়ারি মুক্তি পায়। প্রায় তিন যুগের ক্যারিয়ারে তিনি সাত শতাধিক ছবিতে অভিনয় করেছেন।

এম

RTV Drama
RTVPLUS