logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ পেলেন যারা (ভিডিও)

বহুল আলোচিত ১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হলো সোমবার (২৮ ডিসেম্বর)।

২০২০ এর ১ জানুয়ারি থেকে-২০২০ এর ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়াল এর ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড।

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ও দেশপ্রেম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ রচয়িতা সুমন আনোয়ার, শ্রেষ্ঠ পরিচালক তুহিন হোসেন, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ আফরান নিশো, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী মেহজাবিন চৌধুরী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ হান্নান শেলী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী রাশেদা চৌধুরী।

১ ঘন্টার নাটক ও টেলিফিল্মের ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ রচয়িতা শফিকুর রহমান শান্তনু, শ্রেষ্ঠ পরিচালক সঞ্জয় সমাদ্দার, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ যৌথভাবে জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী মেহজাবিন চৌধুরী, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ ফখরুল বাশার মাসুম, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী শিল্পী সরকার অপু পেয়েছেন ৬টি পুরস্কার।

ধারাবাহিক নাটকের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রচয়িতা মাসুদ সেজান, শ্রেষ্ঠ পরিচালক মাসুদ সেজান, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ যৌথভাবে জাহিদ হাসান ও নিলয় আলমগীর, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী সালহা খানম নাদিয়া, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ মতিউর রহমান, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী শামীমা নাজনীন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদকে আজীবন সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন সাদিয়া ইসলাম মৌ, তমা মির্জা, আঁচল, দীঘি, নুসরাত ফারিয়া, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা প্রমুখ। এছাড়া রিয়েলিটি শো “বাংলার গায়েন”এর টপ ১৮ জন শিল্পীর কণ্ঠে ছিল কোরাস পরিবেশনা।

শাহরিয়ার ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং মারিয়া নূর।

এম

RTV Drama
RTVPLUS