logo
  • ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২০, ১৫:২১
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৭

৮১ বছর বয়সেও একটানা বুকডাউন দিতে পারেন এই নারী! (ভিডিও)

Milind's mother is Usha Soman
মিলিন্দের মা ঊষা সোমন
ভারতীয় মডেল-অভিনেতা মিলিন্দ সোমনের পরিবারের কাছে ফিটনেস মানে জীবনদর্শন। আরও একবার তার প্রমাণ দিলেন মিলিন্দের মা ঊষা সোমন। ৮১ বছরে বয়সে তার ফিটনেস দেখলে অনেকের চোখ কপালে উঠবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় তার প্রমাণ।

এক সময়ের সুপারমডেল ও অভিনেতা মিলিন্দের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার তার শাশুড়ি মায়ের এক ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ঊষা অবলীলায় রিপিটেশনে স্কিপিং করছেন। এখানে শেষ নয়, মিলিন্দের মা পুশ-আপ করছেন হাসিমুখে।

অঙ্কিতা ভিডিও পোস্ট করে লিখেছেন, যারা আমায় চেনেন তারা জানেন, আমি এই ওয়ান্ডার ওম্যানকে কতটা ভালবাসি৷ আর তিনি আমায় বললেন আমাদের সকলের মধ্যে একটা করে 'ওয়ান্ডার ওম্যান' বাস করে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Konwar (@ankita_earthy)

জিএ

RTV Drama
RTVPLUS