logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:১২
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:২১

শনিবার আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে চমক থাকছে

Tahsan Khan and Vidya Sinha Mim
তাহসান খান ও বিদ্যা সিনহা মিম
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির অনুষ্ঠানসূচিতে প্রতিদিনই আসে বৈচিত্র্য। ২৬ ডিসেম্বর শনিবারও অনুষ্ঠানসূচিতে থাকছে নতুন কিছু। দর্শকদের কথা ভেবে দিনটিতে থাকছে বেশ কিছু চমক।

সকাল ৯টা  ১৫ মিনিট থেকে দেখবেন জাপানি কার্টুন: এসট্রোবয়। সকাল ৯টা  ৪৫ মিনিটে থাকবে সকালের সংবাদ। সকাল ১০টা থেকে দেখবেন বাংলা ছায়াছবি: বসগিরি; অভিনয়ে: শাকিব খান, বুবলী প্রমুখ।

দুপুর ১২টায় দেখবেন মধ্যাহ্নের বুলেটিন। দুপুর ১টা ৪৫ মিনিটে থাকবে দুপুরের সংবাদ। দুপুর ২টা  ১০ মিনিট থেকে দেখবেন টেলিফিল্ম ‘ওয়ান এন্ড ওনলি; এটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন; পরিচালনায় ছিলেন রহমতুল্লাহ তুহিন; অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, জিথিন্থা স্কয়ারি (অস্ট্রেলিয়া) ও অনেকে। 

বিকেল ৪ টা থেকে দেখবেন থ্রি স্টুজেস। বিকেল  ৪টা ৩০ মিনিট থেকে কার্টুন সিরিয়াল: বনি বিয়ার্স। বিকেল ৫ টা থেকে দেখবেন নির্বাচিত নাটক প্রেমে মরা; রচনা করেছেন বৃন্দাবন দাস; পরিচালনায় ছিলেন তাইফুর জাহান আশিক। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সায়লা সাবি, শাহনাজ খুশি, ফজলুর বাবু প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন সন্ধ্যার সংবাদ। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে দেখবেন টকশো: এই মুহূর্তে বাংলাদেশ। রাত ৮টায় আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটক ‘হ্যালো বেবী’; রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি; অভিনয়ে আছেন তাহসান খান, বিদ্যা সিনহা মিম, জিয়াউল হক পলাশ প্রমুখ।

রাত ৯টা ৫ মিনিটে দেখবেন লাইভ: আরটিভি করোনা হেল্প লাইন। রাত ৯টা ২০ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক: চিটিং মাস্টার। এটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। অভিনয়ে আছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, সালহা খানম নাদিয়া, আ খ ম হাসান, জামিল হোসেন, আরফান আহমেদ, আব্দুল্লাহ রানা প্রমুখ।  

রাত ১০ টায় দেখবেন ধারাবাহিক নাটক- তোলপাড়, রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন মোসাফির রনি, অভিনয়ে আছেন অপর্ণা ঘোষ, সাজু খাদেম, ডা. এজাজ প্রমুখ। রাত ১০ টা ৪৫ মিনিটে দেখবেন রাতের সংবাদ। রাত ১১টা ২০ মিনিটে দেখবেন ফোক স্টেশন, শিল্পী শাহনাজ বেলী রাত ১২টা ২০ মিনিটে দেখবেন টকশো: মনের কথা এবং রাত ১টায় দেখবেন মধ্যরাতের সংবাদ।

জিএ

RTV Drama
RTVPLUS