logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২৪ ডিসেম্বর ২০২০, ১৬:৫৪
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:০১

এসেছে ‘প্রেম-টেম’র ট্রেলার (ভিডিও)

প্রেম-টেম,
প্রেম-টেম।
পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘প্রেম-টেম’-এর ট্রেলার মুক্তি পেলো। তার প্রথম ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’ এ বছর ৫ বছরে পড়েছে। মাঝে ‘প্রজাপতি বিস্কুটে’র পর ২০১৮ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা থেকে অনিন্দ্য করেছিলেন ‘মনোজদের অদ্ভুত বাড়ি’।

পরিচালক এবার নিজের লেখা কাহিনি নিয়েই তৈরি করেছেন তার চতুর্থ ছবি। পরিচালক হিসেবে এই প্রথম ‘ভেঙ্কটেশ ফিল্মসে’র সঙ্গে কাজ তার। ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নবাগত সৌম্য, সুস্মিতা ও শ্বেতা।

ট্রেলারে মন কাড়ে ‘তাকে অল্প কাছে ডাকছি’ কিংবা ‘তোমারই তো কাছে’-র মতো মিষ্টি প্রেমের গান। শান্তনু মৈত্র, অনুপম রায়, প্রসেন, শিবব্রত বিশ্বাসদের সুরে ভালোবাসার মধুর আমেজ যেন ধরা পড়ে ষোলো আনা।  আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবি। তার আগে ট্রেলার থেকেই শীতের বেলায় বসন্তের আমেজ এনে দিচ্ছে ‘প্রেম-টেম’।

এম

RTV Drama
RTVPLUS