logo
  • ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২০, ১৬:৪৪
আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৬:৪৯

হিন্দি গান গাইলেন হিরো আলম (ভিডিও)

হিরো আলম,
হিরো আলম।
হিরো আলম যেন দমে যাওয়ার পাত্র নন। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে যাচ্ছিলেন। মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম থেকে শুরু করে সিনেমাতেও অভিনয় করেছেন আলম।

সবশেষ গানে মেতেছেন আলম। এখন তিনি নিজেই গান গাইছেন। প্রথম গান বাবু খাইছো'র পর থেকেই আলমের গান গাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু সেসব তোয়াক্কা না করে একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবার হিন্দি গানে কণ্ঠ দিলেন হিরো আলম। আজ সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘আজা ম্যারে পাস’। এর সংগীতায়োজন করেছেন মম রহমান।

গানের শুরুতেই এক ভিডিও বার্তায় হিরো আলম বলেন, আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারো পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না! গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এম

RTV Drama
RTVPLUS