logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৫০
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৩:০১

বিক্রি হয়ে গেলো ‘জেমস বন্ড’ ছবির সেই পিস্তল

শন কানারি।

বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’। দর্শকদের সেই ১৯৬২ সাল থেকে মাতিয়ে রেখেছে দুর্ধর্ষ এই স্পাই।

এ চরিত্রে বিশ্বসেরা অনেক তারকাকেই দেখা গেছে। তবে সর্বকালের সেরা জেমস বন্ড বলা হয় সম্প্রতি প্রয়াত হওয়া অভিনেতা শন কানারিকে।

সেরা হিসেবে বেশ কিছু জরিপেও শীর্ষে উঠে এসেছে তার নাম। এবার জেমস বন্ড তারকা শন কানারি’র ব্যবহৃত একটি পিস্তল নিলামে উঠলো। জানেন কী হলিউডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পিস্তলটি। ১৯৬২ সালে মুক্তি পায় ‘ডক্টর নো’ ছবিটি।

সেখানে বন্ড হিসেবে বাজিমাত করেছেন শন কানারি। সিনেমায় তাকে দেখা যায় আধাস্বয়ংক্রিয় ওয়াল্টার পিপি পিস্তল ব্যবহার করতে। যা কিনা নিলামে উঠার পর তুলকালাম হয়েছে। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে পিস্তলটি ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি করা হয়।

এম

RTV Drama
RTVPLUS