logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

কিয়ারার সিনেমা নিয়ে সেন্সরের আপত্তি কেন?

ইন্দু কি জওয়ানি,
কিয়ারা আডভানী।
কবির সিং খ্যাত নায়িকা কিয়ারা আডভানীর নতুন ছবি ‘ইন্দু কি জওয়ানি’তে সংলাপ বাদ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন।  

এতে কিয়ারা ও আদিত্য শীল অভিনীত ছবিটির কয়েকটি সংলাপ পরিবর্তনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা।

‘হারামজাদা’ শব্দটির পরিবর্তে ‘আতঙ্কবাদী’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে ছবির একটি দৃশ্যের সংলাপে।

ভারতীয় গণমাধ্যমের খবর, সেই সঙ্গে দিল্লিতে মহিলাদের সুরক্ষা নিয়ে একটি সংলাপ কেটে বাদ দেয়া হয়েছে চলচ্চিত্রটি থেকে।

আগের সংলাপ বাদ দিয়ে ছবিতে শোনা যাবে, “আজকাল মেয়েদের প্রতি এতো অত্যাচার হচ্ছে সে বিষয়ে তোমাদের কাছে কোনও উত্তর নেই… সহিষ্ণুতার নামে ভণ্ডামি করছ তোমরা।”

জানা গেছে,‘এই ছবিতে  ‘ইন্দু’র চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। হাসিখুশি ইন্দু গাজিয়াবাদের মেয়ে যার সঙ্গে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা হবে সমরের।

আর ছবিটিতে কিয়ারার বিপরীতে সমরের চরিত্রে আদিত্য শীলকে দেখা যাবে। প্রথমে সমর হায়দরাবাদ থেকে এসেছে বলে দাবি করলেও পরে জানা যাবে আসলে সে পাকিস্তানের নাগরিক। এসব নিয়েই ছবির গল্প এগিয়ে যায়।

গেলো ৫ জুন ‘ইন্দু কি জওয়ানি’মুক্তির কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে তা ভেস্তে যায়। অবশেষে প্রায় ৭ মাস পর, আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

এম

RTV Drama
RTVPLUS