logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২৭ অক্টোবর ২০২০, ১৪:৫৯
আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৫:১৫

জ্যাকুলিনের মন বড়

Jacqueline Fernandez,
জ্যাকুলিন ফার্নান্ডেজ।
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ বড় মনের পরিচয় দিলেন। তিনি নিজের এক কর্মীকে নবরাত্রি শেষে দশমীতে নতুন গাড়ি উপহার দিলেন।

জ্যাকুকিলের এই উদ্যোগে নেট দুনিয়ার মানুষরা ভীষণ খুশি। তিনি যেভাবে ভালোবেসে তার কর্মীকে নতুন গাড়ি উপহার দেন, তা দেখে আপ্লুত হয়ে যান নায়িকার ভক্তরা।

ওই ভিডিওতে দেখা যায়, জ্যাকুলিন ওই কর্মীকে গাড়ি উপহার দিয়ে, দশমীর শুভ মুহূর্তে তার পুজা করছেন। নারকেল ভেঙে, লাড্ডু দিয়ে নতুন গাড়ির পুজা করেন। ওই অনুষ্ঠানের সময় জ্যাকুলিনকে ট্রাফিক পুলিশের মতো পোশাক পরতে দেখা যায়। ইন্টারনেটে জ্যাকুলিনের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়।

লকডাউনের মধ্যে জ্যাকুলিন ফার্নান্ডেজ সহশিল্পী সালমান খান এবং তার পরিবারের সঙ্গে ছিলেন। নায়কের পানভেলের বাগান বাড়িতে ছিলেন ছিলেন জ্যাকুলিন। সেখান থেকে আনলক পর্ব শুরু হতেই মুম্বাইতে ফিরে আসেন। সালমানের বাড়িতে থাকাকালীন সময়ের একটি মিউজিক ভিডিওতে মডেল হন তিনি। আর সেই গানটিতে মডেল হওয়ার পাশাপাশি কণ্ঠও দিয়েছিলেন সালমান।

এম

RTVPLUS