logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৯:৫১
আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২৩:২২

অসভ্যতা করায় আঙুল মটকে দিলেন বলিউড নায়িকা

অসভ্যতা করায় আঙুল মটকে দিলেন বলিউড নায়িকা
তাপসী পান্নু
ভিড়ের মধ্যে অসভ্যতা করায় এক ব্যক্তির আঙুল মটকে দিয়েছেন বলিউড নায়িকা তাপসী পান্নু! 

সম্প্রতি করিনা কাপুর খানের রেডিও টক শো ‘ওয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে নিজেই এই কথা জানান তিনি।

ওই টক শোতে নায়িকা বলেন, গুরুপরবের সময় গুরুদ্বারে যেতাম। পাশে একটি খাবারে দোকান ছিল। সেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেয়া হতো। জায়গাটিতে ভিড় থাকায় ধাক্কাধাক্কি হতো। সেখানে গেলে হঠাৎ এক ব্যক্তি আমাকে পিছন দিক থেকে খারাপ ভাবে স্পর্শ করার চেষ্টা করে। তৎক্ষণাৎ আমি ওই ব্যক্তির আঙুল ধরে তা মুচকে দিই এবং খুব দ্রুত সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসি। সূত্র: আনন্দবাজার। 

এসএস

RTVPLUS