logo
  • ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭

ছেলেসহ করোনায় আক্রান্ত ‘অর্থহীন’র সুমন 

  বিনোদন ডেস্ক

|  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৮ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯
Bassbaba Sumon,
‘অর্থহীন’র সুমন।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘অর্থহীন’। দলটির প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি কিনা বেসবাবা সুমন নামেই সুপরিচিত। 

মিউজিক ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় মুখ ক্যানসারের সঙ্গে লড়াই করে বারবার ফিরে এসেছেন।

তার ভক্তদের জন্য দুচিন্তার খবর হলো, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুমন। গতকাল ছেলে আহনাফ সালেহীন খালেদ ও তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানা যায়।

সুমন ভাই নিজেই জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত। তার ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত। তবে দুজনের অবস্থাই এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তারা দুজনেই উত্তরায় নিজ বাসাতে আইসোলেশনে আছেন। জানান অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ। 

ক্যানসার জয় করলেও এই গায়ক বর্তমানে স্পাইনাল কর্ডের সমস্যায় ভুগছেন। ফলে উন্নত চিকিৎসার জন্য গেল মার্চে জার্মানি যাওয়ার কথা ছিল তার। কিন্তু করোনার জন্য সেটি পিছিয়ে যায়।

এম 
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়