• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

গ্লোবাল অডিয়েন্সের জন্য সাব্বির নাসিরের গান 

বিনোদন ডেস্ক

  ২০ আগস্ট ২০২০, ২০:৩৭
Sabbir Nasir,
ছবি সংগৃহীত

নব্বই দশকের নিয়মিত শিল্পী সাব্বির নাসির। দীর্ঘ বিরতি ভেঙে স্টুডিওতে ফিরেছেন ২০১৭ সালে।

গত দুই বছরে ব্যাক টু ব্যাক ‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’সহ বেশক’টি মিউজিক ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন সাব্বির নাসির।

এরই ধারাবাহিকতায় এবার তিনি করছেন ইংরেজি গানও, লক্ষ্য দেশ ছাড়িয়ে বিশ্বাঙ্গনে পৌঁছানো।

ইংরেজি গান কেন করছেন জবাবে সাব্বির নাসির বলেন, গ্লোবাল অডিয়েন্সের জন্য এ কাজটি করা। সত্যি বলতে, এখন তো পৃথিবীটাই একটা ছোট গ্রামে পরিণত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে সংযুক্ত মানুষ। ফলে শিল্পী হিসেবে নিজেকে ছড়িয়ে দিতে চাই। আমি ছড়িয়ে যাওয়া মানে বাংলাদেশটাকেই গানে গানে ছড়িয়ে দেওয়া। বাংলাদেশের পতাকাটা আমি গ্লোবাল গানের বাজারে ওড়াতে চাই।

১৯৯৮ সালে মেটামরফোসিস ব্যান্ডের সঙ্গে ‘জীর্ণ শহরে বৃষ্টি নামে’ অ্যালবামে কাজ করেন সাব্বির নাসির। সেসময় স্টেজ ও সেশন গিটারিস্ট এবং ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh