logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

টম ক্রুজের শুটিং ইউনিটে আগুন 

Tom Cruise
ছবি সংগৃহীত

‘মিশন ইম্পসিবল’ সিনেমার সপ্তম কিস্তির শুটিং করোনায় কারণে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দৃশ্যায়নে যায় সিনেমার টিম।

এদিকে শুরুতেই বিপত্তি বাধে। অগ্নিকাণ্ডের কবলে পড়ে টম ক্রুজের শুটিং সেট। এই ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। টম ক্রুজসহ সবাই সুস্থ রয়েছেন।

জানা যায়, গেল মঙ্গলবার অক্সফোর্ডশায়ারে বেশ ভারী সেট নির্মাণ করা হয়েছিল সিনেমাটির জন্য। সেখানে একটি মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্টান্ট করার সময় মোটরসাইকেলে আগুন ধরে যায়। শূন্যে মোটরসাইকেল দিয়ে স্টান্ট করার সময় নামতে গিয়ে মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়।

টম ক্রুজ নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন। এদিন তিনি শুটিংয়ে অংশগ্রহণ করেননি। প্রায় ছয় সপ্তাহ ধরে পরিকল্পনা করা হয়েছিল স্টান্টটির। শেষ পর্যন্ত আগুন লাগায় সব পণ্ড হয়ে যায়।

ডেইলি মেইল-এর খবরে বলা হয়, আগুন লেগে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। সেটটি সাজাতেই খরচ হয়েছে প্রায় ২২ কোটি টাকার ওপরে। এই দৃশ্যের জন্য পুনরায় আবার সেট তৈরি করতে হবে।

আরও পড়ুন:

এম

RTV Drama
RTVPLUS