logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২০, ০৭:৪৯
আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৮:১৬

১৫ আগস্টে আরটিভির আয়োজন

Image of the ceremony.
অনুষ্ঠানের চিত্র।
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি আজকের অনুষ্ঠান সাজিয়েছে একটু ভিন্নভাবে।

চলুন জেনে নিই আজকের আয়োজনে যা থাকছে। 

সকাল ০৮টা  ০২ মিনিটে দেখবেন বিশেষ প্রামাণ্যচিত্র মৃত্যুঞ্জয়ী প্রাণ, প্রযোজনা: সৈয়দ সাবাব আলী আরজু।   

সকাল ০৮টা  ৪০ মিনিট থেকে দেখবেন কবিতায় বঙ্গবন্ধু, শিল্পী: সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। প্রযোজনা: এম শামসুদ্দিন মিঠু।

সকাল ০৮টা  ৫৫ মিনিট থেকে থাকছে বিশেষ একক নাটক- তখন পঁচাত্তর, রচনায় সহিদ রহমান, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ; অভিনয়ে, রাইসুল ইসলাম আসাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, রুনা খান প্রমুখ

সকাল ০৯টা  ৪৫ মিনিটে থাকবে সকালের সংবাদ।

সকাল ১০টায় দেখবেন বাংলা ছায়াছবি- সিপাহী, অভিনয়ে আছেন মান্না, চম্পা, ইলিয়াস কাঞ্চন।

দুপুর ১২টায় থাকবে মধ্যাহ্নের বুলেটিন।

দুপুর ১টা .৪৫মিনিটে দুপুরের সংবাদ।

দুপুর ২টা  ১০ মিনিট থেকে ডকুড্রামা: হাসিনা এ ডটারস টেল।

বিকেল ৪ টা মিনিট থেকে দেখবেন আলোকিত প্রজন্ম: পরিবার পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান।

বিকেল ৪ টা ৩০ মিনিটে দেখবেন কার্টুন সিরিয়াল: বনি বিয়ার্স।

বিকেল ৫ টায় দেখবেন বঙ্গবন্ধুর দিনলিপি, উপস্থাপনায় ইকবাল খোরশেদ, অংশগ্রহণ করবেন আহকাম উল্লাহ, লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, রেজিনা ওয়ালি লিনা; প্রযোজক: শামসুদ্দিন মিঠু। 

৫ টা ৩০ মিনিটে দেখবেন সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, উপস্থাপনা- মাহিদুল ইসলাম, অংশগ্রহণে অপু আমান, রন্টি দাস। 

সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে দেখবেন নারী নক্ষত্র।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে দেখবেন সন্ধ্যার সংবাদ।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে দেখবেন টকশো এই মুহূর্তে বাংলাদেশ।

রাত ৮টায় দেখবেন- সেটারডে নাইট ড্রামা ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম বার্ষিকীর বিশেষ নাটক ‘মহানায়ক ’; রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার, অভিনয়ে আছেন তরিক আনাম খান, আব্দুন নূর সজল, সালহা খানম নাদিয়া ও অনান্য 

রাত ৯ টা ৫ মিনিটে দেখবেন লাইভ- আরটিভি করোনা হেল্প লাইন।  

রাত ৯ টা ২০ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক: চিটিং মাস্টার। রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। অভিনয়ে আছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, সালহা খানম নাদিয়া, আ খ ম হাসান, জামিল হোসেন, আরফান আহমেদ, আব্দুলাহ রানা প্রমুখ।  

রাত ১০ টায় দেখবেন ধারাবাহিক নাটক: তোলপাড়, রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন মোসাফির রনি, অভিনয়ে আছেন অপর্ণা ঘোষ, সাজু খাদেম, ডা. এজাজ প্রমুখ। 

রাত ১০ টা ৪৫ মিনিট দেখবেন রাতের সংবাদ।

রাত ১১ টা ২০ মিনিটে দেখবেন উন্নয়নে বাংলাদেশ।

রাত ১২টা ২০ মিনিটে দেখবেন টকশো: মনের কথা

এছাড়া রাত ১ টায় দেখবেন মধ্যরাতের সংবাদ।  

জিএ 

RTVPLUS