logo
  • ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০১ আগস্ট ২০২০, ১৫:১১
আপডেট : ০১ আগস্ট ২০২০, ২০:১০

রিয়ার ভিডিও ভাইরাল

Rhea Chakraborty,
ছবিতে রিয়া চক্রবর্তী।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং ছেলের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।  এরই মধ্যে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি কোন সময়ের তা এখনো স্পষ্ট নয়। কিন্তু রিয়ার মুখে এমন ভাষা শুনে অবাক নেটিজেনরা। মিষ্টি মুখের এই অভিনেত্রী যে এমন ভাষায় কথা বলতে পারেন তা দেখেই অবাক কেউ কেউ।  ভিডিওর পেছনের ঘটনা কী, নাকি একেবারেই মজার ছলে রিয়া কথাগুলো বলছিলেন তা এখনও স্পষ্ট নয়।

ওই ভিডিওতে তার ভাইয়ের সঙ্গে একটি কথোপকথনের বিষয়ে তার এক বন্ধুকে বলছেন। তিনি ও তার ভাই ছোটবেলায় কেমন ‘গুন্ডাগিরি’ করতেন সেই কথা ভিডিওতে বলছেন। রিয়াকেকে এও বলতে শোনা যায়, ছোট গুন্ডা ছেলেদের কিভাবে বশ করতে হয় তা আমি ভালোভাবে জানি। গুন্ডারা তো গুন্ডাগিরি করে। আর আমরা গুন্ডাদের দিয়ে গুন্ডাগিরি করাই।

শুধু তাই নয় প্রযোজকদের থেকে কী করে টাকা আদায় করতে হয় সেই ব্যাপারেও ভিডিওতে কথা বলছেন রিয়া। রিয়া বলছেন, এইসব গুন্ডাদের দিয়ে গুন্ডাগিরি করাই। ডেকে বলি, এই যে কী করছো? তারপর বলি ওই পাশের গলিতে একজন প্রযোজক থাকে তার থেকে হাফতা (হুমকি দিয়ে টাকা আদায় করা) নিয়ে এসো। ব্যস এই টুকুই! ওই ছেলেটা ভাবে ও ডন। কিন্তু আসল ডন তো সে যে ওর মাথার উপর।

এম

 

RTV Drama
RTVPLUS