logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১৫৩৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

অনুদান পাচ্ছেন সিনেমা হলের কর্মচারীরা

বিনোদন ডেস্ক
|  ২৯ জুলাই ২০২০, ১৪:০৩ | আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৫:০৬
cinema hall
ফাইল ছবি।
করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে দেশজুড়ে চালু থাকা সিনেমাহলগুলো বন্ধ হয়ে আছে। ফলে সিনেমা হলে কাজ করে যারা জীবিকা নির্বাহ করেন সেসব কর্মচারীরা

কর্মহীন হয়ে পড়েন। সিনেমা হল বন্ধের ফলে বিরাট অর্থনৈতিক সংকটে পড়েন তারা।
বিভিন্ন সেক্টরে সরকারি অনুদান দেয়া হলেও সিনেমা হল কর্মচারীরা এর কিছুই পাননি। অবশেষে সরকারি অনুদানের নিশ্চয়তা পেয়েছেন প্রদর্শক সমিতির অন্তর্ভুক্ত সিনেমা হলে কর্মরত কর্মচারীরা।

জানা গেছে, ধাপে ধাপে সিনেমা হলগুলোর কর্মচারীদের দেয়া হবে এই অনুদান। বিষয়টি জানিয়েছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঁয়া আলাউদ্দিন।

মিঁয়া আলাউদ্দিন জানিয়েছেন, বর্তমান দুর্দশার কথা তথ্যমন্ত্রণালয়কে জানিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে আমাদের একটি প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে বলা হয়, প্রদর্শক সমিতির অন্তর্ভুক্ত সিনেমা হলের কর্মচারীদের অনুদান দেয়া হবে। তবে ধাপে ধাপে। জানানো হয়, প্রথমে প্রতি সিনেমা হলের দুইজন কর্মচারীকে দেয়া হবে অনুদান। এর পরের ধাপে দেয়া হবে বাকিদের।

জানা গেছে, বর্তমানে প্রদর্শক সমিতির অন্তর্ভুক্ত ৬০টির মতো সিনেমা হল রয়েছে।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬৩৫০৩ ১৫১৯৭২ ৩৪৭১
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়