logo
  • ঢাকা রোববার, ১৮ এপ্রিল ২০২১, ৫ বৈশাখ ১৪২৮

হলিউড অভিনেত্রী অলিভিয়া আর নেই

Hollywood actress Olivia is no more
ছবিতে অলিভিয়া দে হাভিল্যান্ড ।

কিংবদন্তি অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড মারা গেছেন। হলিউডের খ্যাতিমান এই অভিনেত্রীর ১০৪ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে। রোববার নিজ বাসবভনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

অলিভিয়া দে হাভিল্যান্ডের মুখপাত্র গণমাধ্যমে জানান, দুইবারের অস্কার বিজয়ী অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সবশেষ জীবিত তারকা ১০৪ বছর বয়সে মারা গেছেন। প্যারিসে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। সেখানে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন।

‘গোন উইথ দ্য উইন্ড’ (১৯৩৯) নামের হলিউডের বিখ্যাত সিনেমার অভিনেত্রী ছিলেন অলিভিয়া দে হাভিল্যান্ড।

এই সিনেমার জন্য অস্কার জিতেছিলেন তিনি। এছাড়া পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন অলিভিয়া।

আরও পড়ুন:

এম

RTV Drama
RTVPLUS