• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পহেলা বৈশাখের জন্য বাসি মিষ্টি জমিয়েছে মুসলিম সুইটস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৯, ২৩:০২

আসন্ন পহেলা বৈশাখের জন্য মেয়াদোত্তীর্ণ ও বাসি মিষ্টি জমিয়েছিল মুসলিম সুইটস ফ্যাক্টরি। মেয়াদোত্তীর্ণ ও বাসি এমন ২৪ মণ মিষ্টি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুসলিম সুইটস প্রায় দেড় সপ্তাহ আগে তাদের মিষ্টি তৈরির কারখানায় মিষ্টি তৈরি করে খোলামেলা পরিবেশে রেখেছিলো। সেসব মিষ্টির পঁচা গন্ধ বের হচ্ছিলো। এছাড়া মিষ্টি তৈরিতে বিভিন্ন নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করতে দেখা যায়। এসব মিষ্টি তারা বৈশাখে ক্রেতাদের কাছে বিক্রির জন্য প্রস্তুত রেখেছিল বলে স্বীকার করেছে।

সারওয়ার আলম আরও জানান, স্বাভাবিকভাবে মিষ্টি তৈরি করলে সেগুলো একদিনের বেশি সংরক্ষণ করতে হলে নিদিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। কিন্তু তারা তা করেনি। বরং নোংরা, খোলা মেলা পরিবেশে রেখে দিয়েছিল। এমনকি টয়লেটের পাশে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিলো এসব মিষ্টি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ২৪ মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
X
Fresh