থাইল্যান্ড ও কানাডা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে গুলশান-বনানী এলাকায় উচ্চবিত্ত শ্রেণির সন্তানদের কাছে বিক্রি করতেন ৩ তরুণ। হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। অবশেষে তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৪ ডিসেম্বর) গুলশান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের সহকারী পরিচালক রাহুল সেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর মেট্রোর উপপরিচালক শামীম আহম্মেদ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ১ কেজি ৪০ গ্রাম, ক্যানাবিনলযুক্ত কান্ডি ৬০ গ্রাম, তরল ক্যানাবিনয়েড ৩৮ গ্রাম, ম্যাজিক মাশরুম ১৮ গ্রাম, মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনতেন। অত্যাধুনিক অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে কৌশলে মাদক পৌঁছে দিতেন তারা। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ-তরুণী উচ্চমূল্যে এসব মাদক কিনে সেবন করেন।
আরটিভি/এআর-টি