• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নেইমার ছাড়াই শেষ ষোলোয় পিএসজি

স্পোর্টস ডেস্ক

  ২৫ জানুয়ারি ২০১৮, ০৯:৩৯

ফ্রেঞ্চ কাপে গুইনগ্যাম্পের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৪-২ গোলের এই জয়ে টুর্নামেন্টে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ পাওয়ার হাউজ।

প্যারিসের দলটির হয়ে এড্রিয়েন রাবিয়োট, হাভিয়ের পাস্তোর ও মারকুইনহোস ও আরেকটি আত্মঘাতী গোল (লুকাস ডিআক্স)। অন্যদিকে গুইনগ্যাম্পের হয়ে মার্কাস থুরাম ও ইয়েনি এন’গবাকোটো করেন একটি করে গোল।

ইনজুরির কারণে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারকে ছাড়াই মাঠে নামে লিগ ওয়ানে সবার উপরে থাকা দলটি।

এদিন দলের হয়ে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এডিসন কাভানি।

২১ মিনিটে পিএসজিকে এগিয়ে দেয় ফ্রেঞ্চ তারকা রাবিয়োট। চার মিনিট পর ডিআক্সের পায়ে লেগে নিজেদের বারেই গোল দেয় গুইনগ্যাম্প।

তবে ৩৩ মিনিটে থুরাম পেনাল্টি থেকে গোল করলে লড়াইয়ের আভাস দেয়। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের মিনিটে আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার পাস্তোরের গোলে ব্যবধান আরো বাড়ায় পিএসজি।

৭৫ মিনিটে ফের পেনাল্টি পায় গুইনগ্যাম্প। এন’গবাকোটো গোল করলে ব্যবধান বাড়ায় ৩-২তে। জমে ওঠে ম্যাচ।

তবে শেষ দিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গোল দিলে মারকুইনহোস ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়ে সবার শীর্ষে রোনালদো, মেসি কোথায়?
অবশেষে দেখা মিললো নেইমারের
এবার নিজ মুখেই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
ব্রাজিলে বন্যার্তদের সহায়তায় বিমানভর্তি ত্রাণ পাঠালেন নেইমার
X
Fresh