• ঢাকা বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সুয়ারেজের যে রেকর্ড ভাঙতে পারবেন না মেসি

স্পোর্টস ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০১৮, ১৭:০৬

লিওনেল মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুড়ি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। ফুটবল মাঠে থাকবে শিল্পীর ছোঁয়া। দিন দিন নতুন নতুন রেকর্ড গড়ে যাচ্ছেন এই জাদুকর। সেই মেসির গোলের কোনো রেকর্ড কেউ ভেঙে দেবে, ছাপিয়ে যাবে, ব্যাপারটা একটু বিস্ময়করই ঠেকে!

--------------------------------------------------------
আরও পড়ুন: রিয়াল-বার্সাকে ছাড়িয়ে শীর্ষে ম্যানইউ
--------------------------------------------------------

তবে বিষয়টি বিস্ময়কর শোনালেও ঘটনাটি বাস্তব। মেসির কীর্তিকে ছাপিয়ে গেলেন তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। শুধু একা মেসিকে নন ছাপিয়ে গেছেন ক্যামেরুনের কিংবদন্তী স্যামুয়েল ইতোকেও। মেসি-ইতোকে ছাপিয়ে বার্সেলোনার হয়ে লিগে দ্রুত ১০০ গোলের কীর্তি গড়লেন সুয়ারেজ।

অথচ এই সুয়ারেজ মৌসুমের শুরুর দিকে গোলই পাচ্ছিলেন না যিনি। দুঃসময় চেপে ধরায় যাকে মূল একাদশ থেকে বাদ দেয়ার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। শুরুর সেই দুঃসময়কে পেছনে ফেলে সুয়ারেজ শুধু ফর্মেই ফেরেননি, তিনি এখন রীতিমতো উড়ছেন।

গত রোববার রিয়াল বেটিসের বিপক্ষে বার্সার ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন সুয়ারেজ। এ নিয়ে টানা ৭ ম্যাচেই গোল করলেন তিনি। সেই ৭ ম্যাচে আবার করেছেন ১০ গোল। রোববার নিজের দ্বিতীয় গোল করার মধ্যদিয়েই বার্সেলোনার হয়ে লিগে ১০০তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন সুয়ারেজ।

পরিসংখ্যান বলছে, ম্যাচের হিসেবে বার্সেলোনার হয়ে লিগে দ্রুত ১০০ গোল করার কীর্তিটা এখন এই উরুগুইয়ানের দখলে। লা লিগায় তিনি কাটায় কাটায় ১০০ গোল করেছেন ১১৪ ম্যাচে। এতোদিন বার্সার হয়ে সবচেয়ে দ্রুত ১০০ গোলের কীর্তিটা স্যামুয়েল ইতোর দখলে। ক্যামেরুনের তারকা বার্সার হয়ে লিগে প্রথম ১০০ গোল করেছিলেন ১২০ ম্যাচে।

রেকর্ড যার পায়ে লুটোপুটি খায় প্রতিনিয়ত, সেই মেসির লা লিগায় প্রথম ১০০ গোলের দেখা পেতে লেগেছিল ১৫৪ ম্যাচ। ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েই বিশ্ববাসীকে নিজের জাতটা ভালো করে চেনান সুয়ারেজ। বার্সেলোনার হয়ে প্রথম মৌসুমেই সব মিলে ৪৩ ম্যাচে করেন ২৫ গোল। এর মধ্যে ১৬টি গোল করেন লিগে।

তবে সুয়ারেজ নিজের সামর্থ্যের বড় প্রমাণটা দেন ২০১৫-১৬ মৌসুমে। মেসি-রোনালদোকে টপকে জিতে নেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি। লিগে ৩৫ ম্যাচ খেলে করেন সর্বোচ্চ ৪০ গোল। গত মৌসুমেও ঠিক ৩৫ ম্যাচ খেলেই করেন ২৯ গোল। এ মৌসুমে এরই মধ্যে করে ফেলেছেন ১৭ ম্যাচে ১৫ গোল। যা এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি গোল করেছেন একমাত্র মেসি ১৯টি।

এই পরিসংখ্যান দেখে কে বলবে, মৌসুমের শুরুর দিকে ফর্মখরায় ভুগছিলেন উরুগুইয়ান তারকা!

আরও পড়ুন

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে নিয়েই আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা 
কোপার আগে আরও দুই ম্যাচ আর্জেন্টিনার, প্রতিপক্ষ কারা?
লা লিগায় জাভির শততম ম্যাচটি জয় দিয়ে রাঙালো বার্সেলোনা
চমক রেখে দল ঘোষণা আর্জেন্টিনার
X
Fresh