• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে মারা গেছেন মসজিদের এক ইমাম। রোববার (২১ এপ্রিল) ভোরে ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে মারা যান তিনি। নিহত ইমাম হাফিজ কবির আহমদ উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে।  তিনি স্থানীয় চারিকাটা ইউনিয়নের লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, ফজরের সময় খুব বৃষ্টি হচ্ছিল। নামাজের সময় ইমামকে তারা দেখতে পাননি। নামাজ শেষে মসজিদ থেকে ফেরার সময় মুসল্লিরা রাস্তার পাশের জমিতে ইমামকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমামকে উদ্ধার করে মসজিদে নিয়ে যান। বজ্রপাতে ইমামের শরীরের কাপড়ের অংশ বিশেষ পুড়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ইমাম কবির আহমদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। 
২১ এপ্রিল ২০২৪, ১৯:৪৪

হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
চাঁদপুরে হাইমচর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন মধ্য চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ (৪৫) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা।  বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। চেয়ারম্যান শাহাদাত বলেন, নিহত মোশাররফ হাইমচরের গাজীপুর ইউনিয়নে বেড়াতে আসেন। বিকেলে বজ্রপাতে তিনি মারা যান। তারা সঙ্গে আরও তিন জন ছিলেন। তারাও আহত হন। তাদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে হাইমচর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, শুনেছি বজ্রপাতে মোশাররফ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার স্থানটি চাঁদপুর সদর থানার অংশের।
১৭ এপ্রিল ২০২৪, ১২:৫২

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে মালেক নুর (৪৫) আব্দুন নুর কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।  পৃথক বজ্রপাতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ও ভাটিপাড়া ইউপি সদস্য এমদাদ চৌধুরী মিন্টু।  নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার সন্তানের জনক নিহত মালেক নুর হাওরে পাকা ধান মাড়াই করার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজের পর হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে নিহত মালেক নুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক মালেক নুরকে মৃত ঘোষণা করেন। প্রায় একই সময়ে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুন নুর হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই নিহত হন।  এ বিষয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়েছি।
১৭ এপ্রিল ২০২৪, ১২:২০

বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
ব্রজপাতে ৩ জেলায় অন্তত ৪ জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরে ২ জন, নরসিংদীতে ১ জন ও ঝালকাঠিতে ১ জন মারা গেছেন।  মঙ্গলবার (১৬ এপ্রিল) আরটিভির মাদারীপুর, নরসিংদী ও ঝালকাঠি প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। মাদারীপুর : মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মারা গেছেন বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে বসোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্না ঘর থেকে বসত ঘরে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের খেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো. রাশেদ মুন্সী নামের এক যুবকের মৃত্যৃ হয়। নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মো. জাকির আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।  মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বলেন, জাকির আলী রাস্তারর পাশে বসা ছিলেন ঝড়–বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে পাঠায়। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. সিহাব জমাদ্দার নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।  কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, সিহাব ঝড়ো বাতাসের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬ এপ্রিল ২০২৪, ২১:৩৫

শিবচরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 
মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রাম এবং বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন গজারিয়া গ্রামের আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩০) এবং ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাসেল মুন্সী (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় শারমিন রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে জমিতে পাটের বীজ বুনতে গেলে বজ্রপাতে রাসেল মারা যান। শিবচর থানার ওসি সুব্রত গোলদার গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর কথা শুনেছি।
১৬ এপ্রিল ২০২৪, ১৯:২৬

বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এ সময় কচুয়ায় বজ্রপাতে এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। কেন্দ্রীয় বাস-টার্মিনালে একটি সাইনবোর্ড ভেঙে দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়ে এক বাস শ্রমিক আহত হয়েছেন। অপরদিকে শহরতলির মারিয়াপল্লীতে এক নারী আহত হয়েছেন। জেলা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়েছে। এতে জেলা সদরসহ পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ রাতের মতো অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী এ ঝড়ে বাগেরহাট পৌরসভার ও জেলার বিভিন্ন স্থানে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামামান জানান, সদর উপজেলার জেলার মারিয়াপল্লীতে ১৫ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় এক নারী আহত হয়। এ ছাড়া আরও কিছু এলাকায় মসজিদ, মন্দির ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কচুয়ার চরসোনাকুড় গ্রামে গরু আনতে গিয়ে  বজ্রপাতে লিকসান সরদার (৩২) নামের এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। সকালে তিনি মাঠে গরু আনতে যান। তিনি কচুয়া উপজেলার চরসোনাকুড় আলিম মাদরাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, বাগেরহাট সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৫:০১

রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিহত ১
রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজন মারা গেছেন। নিহতের নাম সাজেউ খিয়াং (৪৮)। রোববার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে।  নিহত সাজেউ খিয়াং রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়া গ্রামের অংসাউ খিয়াংয়ের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, আজ বিকেলে সাজেউ বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি নিজ ঘরে চলে আসেন। পরে বিকেল ৩টার দিকে বজ্রপাতে বাসার ভিতরেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন। তিনি বলেন, রাজস্থলী উপজেলায় একজন বজ্রপাতে নিহত হয়েছেন। 
০৭ এপ্রিল ২০২৪, ২২:৪৪

খুলনায় বজ্রপাতে গাভীসহ যুবকের মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় গাভীর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ওবায়দুল্লাহ গাজী (২৭) নামের এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় একটি গবাদিপশুও মারা যায় বলে জানা গেছে। রোববার (৭ এপ্রিল) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ গাজী ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের পরিবার জানায়, সকাল ৯টার দিকে ঘের ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজী বাড়ির গাভীর জন্য কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে যান। বিলে থাকা অন্য ঘের ব্যবসায়ী আব্দুল গণির সঙ্গে ঘাস কাটতে থাকেন। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এরপর দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি আব্দুল গণি সরদারের ঘেরের বাসায় একটি গবাদি পশুর সঙ্গে আশ্রয় নেন। এ সময় হঠাৎ ঘেরের বাসার ওপরে বজ্রপাত পড়লে গবাদিপশুসহ ওবায়দুল্লাহ গাজীর ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তুহিনুর ইসলাম।  এছাড়াও ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
০৭ এপ্রিল ২০২৪, ১৯:১২

বজ্রপাতে ৪ জেলায় প্রাণ গেলো ৬ জনের
বজ্রপাতে দেশের ৪ জেলায় নারী-শিশুসহ প্রাণ হারিয়েছেন ৬ জন। এর মধ্যে ঝালকাঠিতে ৩ জন, খুলনার ডুমুরিয়া,  নেত্রকোণা ও যশোরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রপাতের এসব ঘটনায় একটি গবাদিপশুরও মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও একজন।  আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর ঝালকাঠি রোববার সকাল ১০টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বৃষ্টি ও দমকা বাতাসে ঝালকাঠির বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। বেলা ১১টার দিকে জেলার পৃথক এলাকায় বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন বলে জানা যায়। এতে আহত হয়েছেন আরও একজন।  নিহতরা হলেন হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।  বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে মাঠে থাকা গবাদি পশুকে ঘরে আনতে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে পৃথক স্থানে ৩ জন নিহত হয়েছেন। একই এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন জলিল মুন্সির ছেলে ওয়াদুদ মুন্সি (২৯) নামে আরও একজন।  খুলনার ডুমুরিয়া গাভীর জন্য ঘাস কাটতে গিয়ে খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে ওবায়দুল্লাহ গাজী (২৭) নামের এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় একটি গবাদিপশুরও মৃত্যু হয় বলে জানা গেছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ গাজী উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। যশোর যশোরের ঝিকরগাছা উপজেলায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে।  নিহত আব্দুল মালেক পাটোয়ারী (৬০) উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের মৃত ওমর আলি পাটোয়ারীর ছেলে।  নেত্রকোণা বজ্রপাতে নেত্রকোণায় খালিয়াজুরী উপজেলার হাওরে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাজঘাট হাওরে এ ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া (৫২) উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি উত্তম কুমার সাহা। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শহীদ মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০৭ এপ্রিল ২০২৪, ১৮:১৪

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৩
ঝালকাঠিতে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। নিহতরা হলেন হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।  নিহত হেলেনা বেগমের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে, মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানার বাড়ি পোনাবালিয়া গ্রামে।  এর মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী এবং মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।  এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস ছিল। কালবৈশাখী ঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
০৭ এপ্রিল ২০২৪, ১৭:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়