• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২৪, ১১:৪০
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে মালেক নুর (৪৫) আব্দুন নুর কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

পৃথক বজ্রপাতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ও ভাটিপাড়া ইউপি সদস্য এমদাদ চৌধুরী মিন্টু।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার সন্তানের জনক নিহত মালেক নুর হাওরে পাকা ধান মাড়াই করার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজের পর হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে নিহত মালেক নুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক মালেক নুরকে মৃত ঘোষণা করেন। প্রায় একই সময়ে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুন নুর হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়েছি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের
সুনামগঞ্জে অবৈধ বালু-পাথরবোঝাই ২৬ বাল্কহেড আটক
শাশুড়িকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা পুত্রবধূরও
সুনামগঞ্জে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে