• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
পায়ের নিচে মাটি দিয়ে অনন্ত জলিলের উচ্চতা বাড়ানোর চেষ্টা
পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, শর্ট প্যান্ট। তাকিয়ে আছে আকাশের দিকে। এমনই এক লুকে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক ও আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে নির্মিতব্য ছবি ‘অপারেশন জ্যাকপট’-এর একটি শুটিংয়ে এমন লুকে ধরা দিয়েছেন অনন্ত জলিল।  রোববার (১১ ফেব্রুয়ারি)  সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন জ্যাকপট’ ছবির শুটিংয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ভাইরাল হয়। যেখানে ট্রেনিং নিতে দেখা গিয়েছে অনন্ত জলিলকে। তার সঙ্গে আরও ছিলেন অভিনেতা ইমন, জনসহ আরও অনেকেই। তবে অন্য অভিনেতাদের সঙ্গে উচ্চতা মিল করতে অনন্ত জলিলকে দেখা গিয়েছে পায়ের নিচে মাটি দিয়ে দাঁড়িয়ে থাকতে।  গেল বছরে ছবিটির প্রথম লটের শুটিং শুরু হয় এফডিসিতে।  ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। প্রথম লটের শুটিং শেষে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দর ও ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন কিছু শুটিং হবে।  প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটাই বড় আয়োজনে তুলে ধরা হচ্ছে রুপালি পর্দায়। এই ছবিতে ভিন্নরূপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। এ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকে। 
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৩

কালীগঞ্জে ৩ পায়ের অদ্ভুত বাছুর
গরু চারটি পা নিয়ে জন্ম নেয়। তবে মাঝে মাঝে এ নিয়মের ব্যত্যয়ও ঘটে। তেমনি নিয়ম ভেঙে এবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামে একটি গরুর বাছুর তিন পা নিয়ে জন্ম নিয়েছে। অপূর্ব ঘোষ নামের এক চাষির গোয়ালে তিন পায়ের এ বকনা বাছুরের জন্ম হয়েছে গত ২০ জানুয়ারি। বাছুরটি নিয়ে বিপাকে এখন অপূর্ব ঘোষ।  অপূর্ব ঘোষ জানান, আমি একটি এনজিও থেকে ঋণ নিয়ে গরুটি কিনেছিলাম। সবাই বলছে বাছুরটি বিক্রি হবে না।  সিংগী গ্রামের বাসিন্দা সমীর ঘোষ জানান, এমন তিন পায়ের বাছুর আমি কখনো দেখিনি।  উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান, অপূর্ব ঘোষ গরিব মানুষ। আমি শুনেছি তার গাভীর তিন পায়ের একটি বাছুর হয়েছে। এখানে উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই। পরিবারটিকে আমি পূর্বেও সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করব।
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ৭ তারিখের নির্বাচন জনগণ ও বহির্বিশ্ব প্রত্যাখ্যান করায় সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। রোববার (২১ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ড. আব্দুল মঈন খান বলেন, এ সরকার যদি মনে করে তারা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে তাহলে এটা তাদের ভুল। কারণ, ৭ জানুয়ারির নির্বাচনে সরকার চরমভাবে পরাজিত হয়েছে। দেশের মানুষ ও বহির্বিশ্ব নির্বাচন প্রত্যাখ্যান করেছে। মিথ্যাচার দিয়ে দেশের নেতা হওয়া যায় না, দেশও চালানো যায় না। তিনি বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রকে বাকশালে রূপান্তরিত করে, আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে। বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জিয়াউর রহমান দেশে উন্নয়নের সূচনা করেছিলেন। তিনি খুবই সাধারণ জীবন কাটিয়েছেন। রাজকীয় খাবার ফিরিয়ে দিয়ে ভাত-ডাল চেয়ে খেয়েছেন। বাংলাদেশের মানুষ কখনোই জিয়াউর রহমানকে ভুলতে পারবে না। তিনি দাবি করে বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত কেউ জিয়াউর রহমানের নাম শোনেননি? এমন লোক বাংলাদেশ নেই। তিনি কৃষিতে বিপ্লব এনেছিলেন। তার আমলে চাল-ডাল-পেঁয়াজের দাম কখনো মানুষের নাগালের বাইরে যায়নি। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তিনি দ্রব্যমূল্য স্বাভাবিক রেখেছিলেন।
২১ জানুয়ারি ২০২৪, ২১:০২

তিতাসে পায়ের রগ কেটে যুবককে হত্যা
কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবককে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে।  নিহত যুবক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মো. মাসুম ওরফে মাজহারুল (২৮)। নিহতের মা মাসুদা বেগম জানান, বুধবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেল ৪টার দিকে ফোন দিয়ে বিকাশে ৫০ হাজার টাকা নেয়। রাত ৮টার দিকে খবর পায় তার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখেন ছেলের শরীরে জখম এবং পায়ের রগ কাটা। দ্রুত ঢাকা নেওয়ার পথে মারা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের পরিবার সূত্র মতে দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর এলাকার জনৈক এক জনের সঙ্গে টাকা পয়সার লেনদেন ছিল। এ ছাড়া ভিকটিম ভিডিওতে বলে গেছে কারা তাকে মারধর করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ে হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। 
০৪ জানুয়ারি ২০২৪, ১৭:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়