• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
দিনাজপুর সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির কাজে ব্যবহৃত দুই বোতল আয়োডিয়াম কিউ তরল কেমিক্যালসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩ এর আভিযানিক দল।  শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের বাহাদুর বাজার এলাকার হোটেল সাহারা আবাসিকের ৩য় তলার ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-১ র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান। আটককৃতরা হলেন, সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ওমরপাইল গ্রামের মৃত শফিউদ্দিন মণ্ডলের ছেলে সুলতান মাহমুদ ও পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের রাঘবিন্দপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মানিক মিয়া। দিনাজপুর র‌্যাব-১৩ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের পূর্বক আসামিদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।   
২০ এপ্রিল ২০২৪, ১০:৪২

রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে বনশ্রী ‘সি’ ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করছে।  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
১৮ এপ্রিল ২০২৪, ১৩:৪০

আবাসিক হোটেলে থেকে বাসাবাড়িতে চুরি করেন তারা
সিরাজগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম।  আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার পুনিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. জাকির হোসেন (৫২), ইব্রাহিম হাওলাদারের ছেলে মো. আতিয়ার রহমান (৪০), গুরুয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে মো. রফিক ব্যাপারী (৩৭) ও ঝিনাইদহ জেলার বিত্তিরাণী নগর ঘোষপাড়ার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাধন কুমার বিশ্বাস (৪৫)। এদের মধ্যে সাধন কুমার চোরাই মালামাল ক্রয় করতেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্টেশন রোডের আল হামড়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন বাসা ও দোকানে চুরি করার জন্য চোর দল ওই আবাসিক হোটেলে অবস্থান করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিরাজগঞ্জ শহরের সুবিধাজনক বাসাবাড়িতে বা দোকান থেকে চুরি করার জন্য দলভুক্ত হয়ে অবস্থান করছিল। তাদেরকে যেন কেউ সন্দেহ না করে এ জন্য শহরের অনুন্নত মানের হোটেলে ব্যবসায়ী পরিচয় দিয়ে কক্ষ নিয়ে অবস্থান করে থাকে এবং চুরি করে বেড়ায়।  মো. রেজওয়ানুল ইসলাম বলেন, তারা বগুড়ার একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতেও চুরি করেছেন। তার হাত ঘড়ি ও অন্যত্র থেকে চুরি করা স্বর্ণের চেইনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও চোরাই কাজে ব্যবহৃত তালা ভাঙার চাইনিজ কাটার, হাতুড়ি, স্বর্ণালংকার মাপার ডিজিটাল স্কেল, নাট খোলার সেলাইসহ নানান প্রকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঈদকে সামনে রেখে তাদের আরও অনেক চুরির পরিকল্পনা ছিল। তিনি আরও বলেন, আমাদের ইতোমধ্যেই ঈদকে সামনে রেখে এমন সংঘবদ্ধ চোরদের ধরতে বিশেষ অভিযান চলছে। এরই মধ্যে ২০ জনের মতো চোরকে ধরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক এই চারজনকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।  এ সময় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস, উপপরিদর্শক ব্রজেশ্বর বর্মণসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৫২

খিলগাঁওয়ে আবাসিক ভবনে রেস্তোরাঁ, পুরো ভবন সিলগালা
রাজধানীর খিলগাঁওয়ে আবাসিক ভবনে রেস্তোরাঁ করায় একটি সাত তলা ভবনের পুরোটা সিলগালা করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় খিলগাঁওয়ে অভিযান চলাকালে ভবনটির খোঁজ মেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। অভিযানের শুরুতে খিলগাঁওয়ের শহীদ বাকী সড়কের ‘সি’ ব্লকের ৫৬৬/এ ভবনের দ্বিতীয় তলায় শর্মা কিং রেস্তোরাঁয় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তবে এ সময় রেস্তোরাঁর মালিক বা ব্যবস্থাপক ছিলেন না। তাদের মোবাইলে কল দিয়েও পাওয়া যায়ণী। এছাড়া রেস্তোরাঁর কর্মীরাও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। দুপুর ১২টায় এই রেস্তোরাঁ থেকে বের হয়ে একই ভবনের তৃতীয় তলায় পাস্তা ক্লাব নামে আরেকটি রেস্তোরাঁয় ঢোকেন আদালত অভিযানে অংশগ্রহণকারীরা। এই রেস্তোরাঁয়ও মালিককে পাননি ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভবনের সামনে অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী ‘এই ভবনটি অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে অত্যাধিক ‘ঝুঁকিপূর্ণ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা। পরে সাততলা এ ভবনটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। সরেজমিনে এই ভবনের প্রতিটি তলায় একটি করে রেস্টুরেন্ট দেখা গেছে। নিচতলায় ছিল একটি গার্মেন্টসের শো-রুম। আর পার্কিংয়ের জায়গায় একটি রেস্টুরেন্টে নির্মাণকাজ চলতে দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিঝুঁকি থাকায় ভবনটি আপাতত বন্ধ থাকবে। ভবন মালিক এবং সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিকরা সঠিক কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযানের আগাম খবর পেয়ে খিলগাঁও এলাকার অধিকাংশ রেস্তোরাঁ এদিন সকাল থেকেই খোলেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, খিলগাঁওয়ে গড়ে ৯০ শতাংশ রেস্তোরাঁ আবাসিক বাসাবাড়িতে গড়ে উঠেছে। ফলে এলাকাটি আবাসিক এলাকার বৈশিষ্ট্য হারিয়েছে, যা রাজউকের আইন অনুযায়ী অবৈধ। এদিন এই সড়কের অন্যান্য রেস্তোরাঁও বন্ধ দেখা যায়। এসব বন্ধ রেস্তোরাঁ যেসব ভবনে অবস্থিত সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে একটি ভবনে আগুন লেগে ৪৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এরপরই অনিরাপদ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নড়েচড়ে বসেছে প্রশাসন। 
০৫ মার্চ ২০২৪, ১৬:৩২

রাজধানীর আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার
রঞ্জিত (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। সোমবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ দাস বলেন, গতকাল সোমবার দুপুর ২টার দিকে ওই ব্যক্তি নিউ ইস্টার্ন আবাসিক হোটেলের ৬০৭/সি নম্বর রুমে ওঠেন। পরে হোটেল বয় এবং তার আশপাশের রুমের সহকর্মীরা ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর বিষয়টি পুলিশকে অবগত করে। পরে আমরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে খাটের ওপর শোয়া অবস্থায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। রঞ্জিতের বাড়ি রাঙ্গামাটির কোতোয়ালি থানার জিপতলী চেয়ারম্যান পাড়া গ্রামে। তিনি মৃত হেমন্ত লাল চাকমার ছেলে ছিলেন। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
০৫ মার্চ ২০২৪, ১৩:৪৬

রাজধানীর ওয়ারীতে আবাসিক ভবনে রেস্টুরেন্টে অভিযান
রাজধানীর ওয়ারীতে আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টগুলোতে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইকবাল হোসাইন। তিনি জানান, অবহেলা, তাচ্ছিল্য ও বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। অভিযানের শুরুতে র‌্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়। রেস্টুরেন্টের ভেতরে কিচেনের পাশে এক্সিট থাকলেও তা বন্ধ পাওয়া গেছে। সেখানে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখতে দেখা যায়। প্রসঙ্গত, গত বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে এখনও ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা কেউই শঙ্কামুক্ত নন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। গ্রিন কোজি কটেজ নামে ৭ তলা ওই ভবনের একটি তলা ছাড়া বাকি সবকটি তলায় ছিল রেস্তোরাঁ। ভবনটিতে ছিল না জরুরি বহির্গমন সিঁড়ি, তার ওপর ভবনের মূল সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল গ্যাসের সিলিন্ডার। ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে তা। আর মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হয় দেশবাসী। এ ঘটনার পরই রেস্তোরাঁ ও ভবনে অগ্নিনিরাপত্তার বিষয়টি আবার সামনে আসে। এরই প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিতে অভিযানে নেমেছে পুলিশ।
০৪ মার্চ ২০২৪, ১৭:১৩

আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধে হাইকোর্টে রিট
রাজধানীর বেইলি রোডসহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে এক আইনজীবী। সেই সঙ্গে বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেপ্তার ছাড়াও হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রিটে বিবাদী করা হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের। রিটকারী আইনজীবী জানান, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছেন।
০৩ মার্চ ২০২৪, ১৪:৩০

আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার ১১
রাজধানীর ডেমরায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন নারী, ৩ জন পুরুষ ও ওই আবাসিক হোটেলের ৪ জন স্টাফ রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, হোটেলের সহকারী ম্যানেজার মো. শুভ (২২), ক্যাশিয়ার মো. পারভেজ (২৩), স্টাফ মো. আলাউদ্দিন (৩৪), হোটেল বয় মো. সোহেল (২৬)। অসামাজিক কাজের সঙ্গে জড়িত মো. আল আমীন (২৫), রফিকুল ইসলাম (৩৪), মো. রাব্বী (২৫), কাজল (২৫), মোছা. স্মৃতি জাহান ওরফে মিম (২৪), মোছা. ডালিয়া (২৭) ও মোছা. শাকিলা অক্তার তাবাসুম (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধার পরে হোটেলটিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছে থাকা ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি)দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে ডেমরা থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ডেমরা থানায় যোগদানের পর এ আবাসিক হোটেলের বিরুদ্ধে অভিযোগ পেয়ে কর্তৃপক্ষকে নিষেধ করেছি। কয়েকদিন বন্ধ থাকার পরে আবার ওই কাজ শুরু করেছে, এমন খবর পেয়ে হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, অসামাজিক কার্যকলাপরত অবস্থায় উপরাক্তে আসামিদের হাতেনাতে ধরা হয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েক বছর যাবত কতিপয় অসাধু ব্যক্তি স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ করে ডেমরার মীরপাড়ায় ওই হোটেলে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের মেয়েদের দিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযান চলাকালে হোটেলের মালিক জয় (৩৮) ও ম্যানেজার মো. আফজাল (৩৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে শুক্রবার রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও এ হোটেলে অসামাজিক কার্যক্রম পরিচালনার কারণে কয়েকজনকে গ্রেপ্তার ও মামলা  হয়েছে বলে অভিযোগ রয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৩

আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসি কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে আব্বাস উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে নয়াপল্টনের ভিআইপি রোডের ‘হোটেল দ্য ক্যাপিটাল’ এর ৩০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্বাস উদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নির্বাহী প্রকৌশলী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন গত ১৩ জানুয়ারি ওই হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু তিনি হোটেল ছাড়েননি। এমনকি কক্ষে তার কোনো সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে বাথরুমে তার মরদেহ দেখতে পায়। বিআইডব্লিউটিসি’র জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। 
১৭ জানুয়ারি ২০২৪, ১২:০২

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে জাবিতে বিক্ষোভ 
দ্রুততম সময়ে সবগুলো নতুন আবাসিক হল খুলে দেওয়া এবং অবিলম্বে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) সশরীরে ক্লাস শুরু করে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশফার রহমান নবীনের সঞ্চালনায় দর্শন বিভাগের শিক্ষার্থী সজিব আহাম্মেদ বলেন, ৫২ ব্যাচের শিক্ষার্থীরা অত্যন্ত বিরক্ত অনলাইনে ক্লাস করে। তারা অনলাইন ক্লাস বর্জন করেছে। আমরা অফলাইনে ক্লাস নেওয়ার দাবিতে আজকে একত্রিত হয়েছি। নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার আগেই তাদেরকে হলে এলটমেন্টসহ অফলাইনে ক্লাস শুরু করতে হবে। মানববন্ধনে সোমা ডুমুরি বলেন, ৫০, ৫১ ও ৫২ ব্যাচের সিট প্রশাসন এখনো নিশ্চিত করতে পারে নাই। আবার ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা দেওয়া বিলাসিতা। ৫২ ব্যাচকে যেমন অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে তেমনি ভর্তি পরীক্ষার পরে ৫৩ ব্যাচকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে এই প্রশাসন। প্রশাসনের এই তালবাহানা বন্ধ করে দ্রুত হলগুলো চালুর দাবি জানাচ্ছি। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান শুভ বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের হলের কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য ইউজিসির ঠিক কতদিন সময় লাগে আমরা জানতে চাই। আমরা একটা তারিখ চাই কবে হল খুলে দেওয়া হবে। দুই বছর যাবৎ হল খুলে দেওয়ার আশ্বাস দিচ্ছে। তারা একটা ব্যাচকে অনলাইনে রেখে নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার তারিখ দিচ্ছে। পরবর্তী ব্যাচকে যে অনলাইনে ক্লাস নিতে হবে না তার গ্যারান্টি কি? পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বটতলা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে শিক্ষার্থীদের ‘শিক্ষা-দখলদারিত্ব, একসাথে চলে না’, ‘শিক্ষা-গণরুম একসাথে চলে না’- স্লোগান দিতে দেখা যায়। উল্লেখ্য, ৫২ ব্যাচের অনলাইনে ক্লাস চলাকালীন সময়েই ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষার বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়।  
১৪ জানুয়ারি ২০২৪, ২১:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়