• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।  আগামী ১৬ মার্চ ভারতের ১৮তম লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) এ মন্তব্য করেছেন তিনি।  দেশের আইনশৃঙ্খলা পরিচালনার কাজ এবং তা কার্যকরী করার সার্বিক ক্ষমতা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে জানিয়ে রাজীব কুমার বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনকিছুকে তোয়াক্কা করবে না। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সর্বোচ্চ ক্ষমতাবল প্রয়োগ করবে কমিশন। এ পরিস্থিতিতে ভারতে নকশাল দমনে কঠোর অবস্থান নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। সূত্র বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে মহারাষ্ট্রের গড়চি রৌলিতে নিহত হয়েছে চার মাওবাদী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সহিংসতা ছড়ানোর উদ্দেশেই তারা তেলেঙ্গানা থেকে গড়চিরৌলি ঢুকেছিল বলে জানিয়েছে পুলিশ।  মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার পুলিশ সুপার জানান, আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে তৎপর হয়েছিল তেলেঙ্গানা রাজ্য কমিটির কিছু সদস্য।গতকাল সোমবার বিকেলে গোপন সূত্রে পুলিশের কাছে এই তথ্য আসে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট এলাকায় মাওবাদী অভিযানে নামে সিআরপিএফ ও রাজ্য পুলিশের সি-৬০ কমান্ডাররা। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটলে মারা যায় ওই চার মাওবাদী।  স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ওইসব অঞ্চলে এখনও মাওবাদীরা লুকিয়ে থাকতে পারে এবং সে কারণে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে।
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
জাহাজ মুক্ত করলো ভারতীয় নৌবাহিনী, ১৭ ক্রু উদ্ধার
ভারতের লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল, ৭ ধাপে হবে ভোটগ্রহণ
ব্যায়াম করতে গিয়ে ফাটল কপাল, চার সেলাই নিয়ে ফিরলেন মমতা
ব্যায়াম করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যার এ ঘটনায় কপাল ফেটে বেশ রক্তক্ষরণ হয়েছে তার। অবশ্য চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান। তবে, কপালে চারটি সেলাই পড়েছে তার।  তৃণমূল কংগ্রেসের নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।  প্রতিবেদনে বলা হয়, কলকাতার কালীঘাটের বাসভবনে ট্রেডমিলে ব্যায়াম করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় হঠাৎ পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার পিজি হাসপাতালে। আহত হলে তাকে  নেওয়া হয়। চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন তিনি। তবে তাঁকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালে উড বার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হন মমতা। গঠন করা হয় ৮ চিকিৎসকের মেডিকেল বোর্ড। আঘাতের গুরুত্ব বিবেচনা করে তার কপালে চারটি সেলাই করেন চিকিৎসকরা। এরপর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মাথায় ব্যান্ডেজ অবস্থায় হুইল চেয়ারে করে পিজি হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মমতার।  এরপর সেখান থেকে রাতেই তিনি নিজের গাড়িতে করে ফিরে আসেন কালীঘাটের বাড়িতে। ওই গাড়িতেই ছিলেন ভাতিজা অভিষেক ব্যানার্জি এবং ভাতৃবধু কাজরী বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, আপাতত বাড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী এবং সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।  মমতার আঘাত পাওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ জুড়ে। হাসপাতালে ছুটে যান রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেনসহ তৃণমূলের নেতারা।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠিয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এ ছাড়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মগুমদার, কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীসহ তৃণমূল নেতা-কর্মী থেকে কলকাতার বিশিষ্টজনেরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
নারী কর্মীদের জন্য ১০ দিনের বাড়তি ছুটি
কর্মজীবী নারীদের বিভিন্ন কারণে নানা সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় কর্মজীবী নারীদের। অতিরিক্ত এই চাপের কথা চিন্তা করেই এবার নারী কর্মীদের জন্য বছরে ১০ দিন বাড়তি ছুটির ঘোষণা দিয়েছে ভারতের ওড়িশা রাজ্য সরকার। মঙ্গলবার (১২ মার্চ) রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন ওড়িশা সরকারের বিভিন্ন অফিসে কর্মরত নারী কর্মচারীরা বছরে ১৫টি ক্যাজুয়াল লিভ (সিএল) পেতেন। এখন থেকে তাদের ক্যাজুয়াল লিভের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৫টি।  নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘নারী সরকারি কর্মচারীদের বাড়িতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাদের ওপর বাড়তি চাপ থাকে। সেই বিবেচনায় বছরে ১০ দিন ছুটি বাড়ানো হয়েছে।’    তবে অনেকে বলছেন, আসন্ন লোকসভা আর বিধানসভা নির্বাচনে নারী ভোটারদের মন জয় করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। এরইমধ্যে সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত আসন রাখা হয়েছে।  এর আগে গত বছরের অক্টোবরে ওড়িশা রাজ্য সরকার ঘোষণা করেছিল, স্কুটার কেনার জন্য দুই লাখ নারীকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে এবং সেজন্য কোনো সুদ দিতে হবে না।  সেই প্রকল্পের আওতায় সুদ বহন করার জন্য পট্টনায়েক সরকারের পক্ষ থেকে ৫২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সেও এ–সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। ঘোষণায় নরেন্দ্র মোদি বলেছেন, রান্নার গ্যাসের দাম কমলে ভারতের কোটি কোটি পরিবারের আর্থিক চাপ কমবে। বিশেষ করে এই সিদ্ধান্তে ‘নারী শক্তি’ উপকৃত হবে।  তিনি আরও বলেন, ‘রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করার মাধ্যমে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছি।’ তবে, নরেন্দ্র মোদির এই ঘোষণা নিছক নারী শক্তির কল্যাণে নয় বলেই মনে করছে ভারতের রাজনৈতিক মহল। তারা মনে করছে, এপ্রিল মাসে দেশজুড়ে লোকসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনে ভোটব্যাংক নিজের দিকে টানতেই রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদি। এক্স পোস্টে মোদি অবশ্য লিখেছেন, ‘নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রা সহজতর করতে আমরা যে অঙ্গীকার করেছিলাম, এই সিদ্ধান্ত তার আলোকেই নেওয়া হয়েছে।’  ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্রের খবর, শুক্রবার রাত ১২টার পর থেকেই রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হবে। নির্বাচনের আগে আগে মোদি সরকারের সিলিন্ডার গ্যাসের দাম কমানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত বছরের আগস্টে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ রুপি করে কমিয়েছিল মোদি সরকার। ভারতে উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক নন যারা, তাদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১০০ রুপি। মোদি সরকার গত বছরের আগস্টে সিলিন্ডারপ্রতি ২০০ রুপি দাম কমানোয় তা ৯০০ রুপিতে নেমে আসে। এবার আরও ১০০ রুপি দাম কমায় উজ্জ্বলা প্রকল্প বহির্ভূত গ্রাহকরা ৮০০ রুপিতে এলপিজি সিলিন্ডার নিতে পারবেন।
বিয়ের আগমুহূর্তে ছেলেকে হত্যা করে বাবা
ভারতের রাজধানী দিল্লিতে বিয়ের কয়েক ঘণ্টা আগে অন্তত ১৫ বার ছুরিকাঘাতে বরকে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। বৃহস্পতিবার (৭ মার্চ) দিল্লির দেবলি এক্সটেনশনের নিহত যুবকের বাড়িতেই এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ২৯ বছর বয়সী গৌরব সিংগাল একটি জিমের মালিক। তার বাবা রঙ্গলাল সিংগালকে প্রতিদিন বিভিন্নভাবে অপমান করতেন তিনি। রাগের বশবর্তী হয়ে নিজের ছেলেকে হত্যা করেছে রঙ্গলাল। গৌরবের মুখে এবং বুকে অন্তত ১৫ বার ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ দিল্লি) অঙ্কিত চৌহান জানিয়েছেন, গৌরব সিংগালকে বৃহস্পতিবার রাজু পার্কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর গৌরবের বাবা রঙ্গলাল গাঢাকা দেন। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিলের ৫ বছর পর এই প্রথম এ রাজ্যের রাজধানী শ্রীনগর যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের। বৃহস্পতিবার (৭ মার্চ) শ্রীনগরের বকশি স্টেডিয়ামে জনসভা রয়েছে নরেন্দ্র মোদির। সেখান থেকেই ভার্চুয়ালি ঐতিহ্যবাহী হজরতবাল মসজিদের সংস্কার প্রকল্প, সোনমার্গের ‘স্কি ড্র্যাগ লিফ্ট’-এর উদ্বোধন করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির দলীয় সূত্রের খবর অনুয়ায়ী, সব মিলিয়ে কাশ্মীরের জন্য ৬ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।  উল্লেখ করা যেতে পারে গত ২০১৯ সালের ৫ই অগাস্ট কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়। গত বছর ডিসেম্বরে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় দেয়, কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। এই রায়ের পর, আজ কাশ্মীরে পা রাখছেন প্রধানমন্ত্রী। সামনেই ভারতের আসন্ন লোকসভা নির্বাচন।  অন্যদিকে ইতোমধ্যেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী নেতারা। এর মাঝেই প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল।
শরীরটা পুরুষের, হাত দুটো শুধু নারীর
পেশায় ছিলেন চিত্রশিল্পী, রঙ-তুলিই ছিল তার জীবন। ছবি এঁকেই উপার্জন করতেন অর্থ। আর সেই দুই হাতই ট্রেন দুর্ঘটনায় কাটা পড়ে দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন। আয়-রোজগার নেই, সংসারও চালাতে হয় বহু কষ্টে। আর এমন অবস্থাতেই এক নারীর দান করা দুটি হাত জোড়া লাগল ওই ব্যক্তির কাটা পড়া হাতের সঙ্গে। মূলত ব্রেথ ডেড এক নারীর দান করা হাতই জোড়া লেগেছে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন চলার পর দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় নতুন এই দুই হাত পেলেন ওই চিত্রশিল্পী। বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনায় দুই হাত হারিয়ে আর কোনওদিন রঙ-তুলি ধরতে পারবেন না ভেবেই অবসাদে চলে যাচ্ছিলেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু জীবন তাকে নতুন সুযোগ দিলো। চিকিৎসকদের দক্ষতায় নতুন দুই হাত পেয়েছেন তিনি। আর এতে করে আবারও তিনি ধরতে পারবেন রঙ-তুলি। সংবাদমাধ্যম বলছে, দিল্লিতে এই প্রথম হাত প্রতিস্থাপনের অপারেশন হলো। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ব্রেন-ডেথ রোগীর দুই হাত নিয়ে তা সফলভাবে প্রতিস্থাপন করা হয় ওই চিত্রশিল্পীর কেটে বাদ দেওয়া দুই হাতের জায়গায়। চিকিৎসকরা জানিয়েছেন, দাতার থেকে নেওয়া হাতের শিরা-ধমনী, হাড়-মজ্জা-মাংস সব নিখুঁতভাবে জোড়া লেগেছে গ্রহীতার হাতের সঙ্গে। দাতার থেকে নেওয়া হাত চিত্রশিল্পীর শরীরে মিলেও গেছে। নতুন দুই হাত দিয়ে এখন সব কাজই করতে পারবেন এই শিল্পী। এর আগে ২০২০ সালে ট্রেন দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন ওই চিত্রশিল্পী। তিনি বলছেন, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা তাকে হাত প্রতিস্থাপন সম্ভব বলে জানিয়েছিলেন। শুধু দাতার খোঁজ করতে হবে। সে সুযোগও এসে যায়। মীনা মেহতা নামে ব্রেন-ডেথ এক রোগীর দুই হাত নিয়েই প্রতিস্থাপন করার পরিকল্পনা করেন চিকিৎসকরা। দক্ষিণ দিল্লির একটি স্কুলের প্রশাসনিক প্রধান ছিলেন মীনা। তিনি লিখিতভাবেই তার অঙ্গ প্রতিস্থাপনের অনুমতি দিয়ে গিয়েছিলেন। এরপরই মীনার লিভার, কিডনি, হার্ট নেওয়ার পাশাপাশি দুই হাতও প্রতিস্থাপন করার কথা ভাবেন ডাক্তাররা। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অপারেশনে নিখুঁতভাবে মীনার দুই হাত চিত্রশিল্পীর কাটা হাতের জায়গায় জুড়ে দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন, লিভার, কিডনি প্রতিস্থাপনের মতোই হাত প্রতিস্থাপনও খুবই জটিল প্রক্রিয়া। দাতার হাত গ্রহীতার শরীর গ্রহণ করবে কিনা সেটাই আসল ব্যাপার। অনেক সময় দেখা যায়, হাড়-মাংস বা ধমনী জুড়লেও শরীরে সেই হাত ঠিকমতো কাজ করতে পারছে না বা নতুন বসানো হাতে রক্ত সরবরাহ হচ্ছে না। তখন বিপদ বাড়তে পারে। মূলত এই ধরনের অপারেশনের ক্ষেত্রে শিরা, ধমনী, স্নায়ু ও টেন্ডন (শক্ত ও মোটা তন্তু) সব ঠিকঠাক ভাবে জুড়তে হয়। প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক, নেফ্রোলজি-সহ অনেকগুলো বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দরকার হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই প্রতিস্থাপনের পরবর্তী অধ্যায়ও গুরুত্বপূর্ণ। কারণ গ্রহীতার শরীর কতটা সেই অঙ্গ গ্রহণ করবে, সে দিকে খুব সতর্ক ভাবে নজর রাখতে হয়। শরীর যাতে ওই অঙ্গকে প্রত্যাখ্যান না করে, সে জন্য গ্রহীতাকে সারা বছর ইমিউনো থেরাপি নিতে হবে যেন তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা যায়। ৪৫ বছর বয়সী ওই চিত্রশিল্পীকে আগামীকাল স্যার গঙ্গা রাম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে এনডিটিভি। সূত্র : এনডিটিভি
ভারতে প্রথম নদীর নিচে মেট্রোরেল
ভারতের কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই গঙ্গার নিচ দিয়ে চলল মেট্রোরেল।  বুধবার (৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ রুটের উদ্বোধন করেন।  জানা গেছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নিচের মেট্রোরেল রুটের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। দক্ষিণ কলকাতার তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেরও উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনের পরেই গঙ্গার নিচে মেট্রো সফর করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপরই দলীয় নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের উদ্দেশ্যে রওনা হন মোদি। গঙ্গার নিচের মেট্রো রুটের উদ্বোধনে মাধ্যমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট ছাড়াও, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট, এবং জোকা-তারাতলা পার্পল লাইনে মেট্রো পরিষেবা চালু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।