• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
শিক্ষার্থীদের স্বস্তি দিতে ক্লাসরুম হয়ে গেল ‘সুইমিং পুল’
দিল্লির কৃষকদের অর্গানিক চাষ শেখাচ্ছে আরবান ফার্মস
ভারতের দিল্লির আশেপাশের গ্রামের কৃষকদের জন্য অর্গানিক কম্পোস্টের ব্যবস্থা করে ‘আরবান ফার্মস’৷ সে কারণে কৃষকদের এখন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না৷ তাই ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে মাটি৷ দিল্লির কাছে অবস্থিত পাল্লে গ্রামের কৃষক জাগবির ধামা বলছেন, তার এলাকার কৃষকদের চাষে অনেক পরিবর্তন এসেছে৷ কয়েক প্রজন্ম ধরে তার পরিবার সেখানে কৃষিকাজ করছে৷ ধামা বলেন, আমার বাবার সময় কখনও অনেক পরিমাণে রাসায়নিক ব্যবহার করতে হয়নি, কারণ, তখন যমুনার পানি ছিল৷ কিন্তু বাঁধ তৈরি হওয়ার পর যমুনার পানি আর ক্ষেত পর্যন্ত আসছে না৷ নদীর পানি থেকে পুষ্টি না পাওয়ায় অনেক কৃষক এখন গাছ বড় করতে ও পোকার আক্রমণ থেকে গাছ বাঁচাতে রাসায়নিক সার ব্যবহার করছেন৷ সেন্টার ফর এনভায়রনমেন্টের গবেষণা বলছে, দিল্লির আশেপাশে ৬০ শতাংশের বেশি মাটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখানে আর প্রাকৃতিক উপায়ে ফসল ফলানো সম্ভব নয়৷ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের ভিনিত কুমার জানান, বেশিরভাগ মাটির নমুনায় আমরা ম্যাক্রো ও মাইক্রো পুষ্টির স্পষ্ট ঘাটতি দেখতে পেয়েছি৷ অর্গানিক কার্বনের পরিমাণও অনেক কমে গেছে৷ মাটিতে পর্যাপ্ত পুষ্টি না থাকায় সেখানে জন্মানো ফসলেও যথেষ্ট পুষ্টি থাকবে না৷ অথচ দিল্লির বাসিন্দারা এখন বেশি বেশি অর্গানিক উপায়ে তৈরি ফল ও সবজি চাইছেন৷ একই সময়ে কৃষকদেরও তাদের জমিতে চাষ করে বেঁচে থাকতে হবে৷ সেজন্য স্বাস্থ্যবান ও উর্বর জমি প্রয়োজন৷ এই পরিস্থিতিতে আরবান ফার্মস নামের একটি সংগঠন যাত্রা শুরু করেছে৷ তারা প্রচলিত নিয়ম ধরে রেখে চাষের কাজ কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে কাজ করছে৷ আরবান ফার্মসের বিকাশ আব্রাহাম বলেন, আমরা জানি, মাইক্রোবায়োম বা মাইক্রোবায়োলজি রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি পুষ্টি সরবরাহে বড় ভূমিকা রাখে৷ এ থেকেই আরবান ফার্মসের যাত্রা শুরু৷ ২০ বছরেরও বেশি সময় আগে আমরা যখন পুনরুৎপাদনশীল কৃষি শুরু করি, তখন থেকেই রাসায়নিকমুক্ত জৈব কৃষি করে যাচ্ছি৷ কিন্তু যখন আমরা এর বৈজ্ঞানিক বিষয়ের দিকে নজর দেওয়া শুরু করি, তখন আধুনিক বিজ্ঞানের দৃশ্যমানতার সাথে প্রচলিত নিয়মের মিশ্রণ ঘটিয়েছি, এবং এমন এক মডেল তৈরির চেষ্টা করেছি যেন এই দেশের ছোট কৃষকেরা তা ব্যবহার করতে পারেন৷ স্থানীয় ক্ষেত থেকে পাওয়া ফসলের আবর্জনা দিয়ে উচ্চমানসম্পন্ন কম্পোস্ট তৈরি করে আরবান ফার্মস৷ ধানের খড়, যেটা সাধারণত পুড়িয়ে ফেলা হতো, সেটির সঙ্গে কলা পাতা ও সবজির আবর্জনা মেশানো হয়৷ এরপর প্রচলিত কৃষিকাজের মতো নিয়মিত পানি দেওয়া হয়৷ জাগবির ধামাও আরবান ফার্মসে যোগ দিয়েছেন৷ এরপর থেকে তার মাটির গুণ অনেক বেড়েছে বলে জানান তিনি৷ এখন তিনি রাসায়নিক সারের পরিবর্তে অর্গানিক সার ব্যবহার করেন৷ আরবান ফার্মসের প্রতিনিধিরা নিয়মিত জাগবিরের জমি পরিদর্শন করেন৷ ফার্মিটোপিয়া নামের অ্যাপ ব্যবহার করে তারা শস্যের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করতে পারেন, জমির অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন ও কী পরিমাণ শস্য হবে তা বলতে পারেন৷ কৃষকদের চাষের নতুন কৌশল শিখতে ও তাদেরকে পুনরুৎপাদনশীল কৃষির নিয়ম শেখাতে পারে এই অ্যাপ৷
তাপদাহে পুড়ছে কলকাতা, তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস
কলকাতার বড়বাজারে আগুন
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে কর্মীর নাচানাচি
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা
হেলিকপ্টারে ওঠার পর সিটে বসতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এই ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা। তার পেছনে কিছু দূরেই হাঁটছেন ইন্দ্রনীল সেন। মমতা সিঁড়ি ধরে উঠছিলেন। ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছে হঠাৎ তার হাত ফসকে যায়। তাতেই পড়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে দেখা যায় ব্যস্ত হয়ে এগিয়ে যেতে। নিচু হয়ে মমতাকে উঠতে সাহায্য করতেও দেখা যায় তাকে। তবে পড়ে গেলেও নিজের সভা বাতিল করেননি পশ্চিমবঙ্গের এ মুখ্যমন্ত্রী। দ্রুত উঠে নিজেকে সামলে নেন তিনি। পরে কুলটিতে মমতার প্রথম সভার উদ্দেশে হেলিকপ্টারও রওনা হয়। যথাসময়েই তিনি সেখানে পৌঁছান এবং বক্তৃতাও শুরু করেন। তবে পড়ে যাওয়ার বিষয়ে সভায় কোনো কথা বলেননি মমতা। কিছুদিন আগেও আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ মার্চ বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান তিনি। সেই ঘটনায় তার ক্ষতস্থানে সেলাইও দিতে হয়েছিল। ওই ঘটনার ৪৪ দিন পরে আবারও আহত হলেন তিনি। শেষ বার কপালে আঘাত লাগার কয়েক সপ্তাহ পরই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট আটকে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মমতা। রাজ্যের জেলায় জেলায় ঘুরে গরমের মধ্যেই তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করছিলেন তিনি। তবে গরমে যে তার সভা করতে অসুবিধা হচ্ছে সে কথাও বলেছিলেন । কিন্তু তার পরও ভোটের প্রচার সভায় যোগ দেওয়া বন্ধ রাখেননি মমতা।   সম্প্রতি এক জনসভায় তিনি বলেন, ‘হেলিকপ্টার হিট চেম্বার হয়ে থাকে। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, শরীরের পানি শুকিয়ে যাচ্ছে। এই গরমে নির্বাচন করা উচিত হয়নি।’
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে কুকী জঙ্গিদের বোমা হামলায় প্রাণ গেল দুই সিআরপিএফ জওয়ানের। আহত হয়েছেন আরও দুই জওয়ান।  শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাত থেকে এই সংঘর্ষ শুরু হয়। সংবাদ সংস্থার সূত্রে খবর, গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের।  ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। হঠাৎ হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর জঙ্গিরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে।  ওই শক্তিশালী বিস্ফোরণেই আহত হন চার জন সিআরপিএফ জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জওয়ান মারা যান। গুরুতর জখম দুই জওয়ান। তাদের চিকিৎসা চলছে।  গোটা এলাকা কর্ডন করে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধাসেনা। এলাকায় কুকি জঙ্গিদের বড়সড় ডেরা রয়েছে বলে ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ থেকে আগেই খবর পেয়েছিল যৌথবাহিনী।
রোবটের সাহায্যে সন্দেশখালি থেকে উদ্ধার অস্ত্র, বিস্ফোরক
পশ্চিমবঙ্গে ভোটের দিনে খবরের শিরোনামে সন্দেশখালি। শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিস্ফোরক-অস্ত্র উদ্ধার। সন্দেশখালিতে শুক্রবার সিবিআই, সিআরপিএফ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি শাজাহান শেখের ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। এনএসজি রোবট এনে আরও বিস্ফোরক উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। গোপন সূত্র থেকে খবর পেয়ে, কেন্দ্রীয় তদন্তকারীরা শাহজাহান শেখের ঘনিষ্ঠ হাফিজুল খাঁর ভগ্নীপতির বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। সবচেয়ে বড় কথা, এবার অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করার কাজে রোবটের সাহায্য নেওয়া হয়। টিভির পর্দায় দেখা যায়, রোবট কী করে অস্ত্র ও বিস্ফোরকের খোঁজ করছে। হাফিজুলের আত্মীয়ের বাড়ির চারপাশে মাছের ভেড়ি। সেখানে মাটি খুঁড়ে প্রচুর বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। মেঝে খুঁড়েও অস্ত্রের খোঁজ মিলেছে। ফলে এলাকায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।  ভোটের ছবি শুক্রবার পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে শুক্রবার হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত তিনটি কেন্দ্রেই প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। প্রচণ্ড গরমের জন্য মানুষ সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। দুপুরের পরে আবার বুথে লম্বা লাইন দেখা গেছে। ফলে দিন শেষে ভোটের হার ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সঙ্গে তৃণমূল কর্মীদের বিতণ্ডা হয়েছে। রাজুকে ঘিরে তারা বিক্ষোভ দেখিয়েছেন। সুকান্তকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে। সারা দেশে ভোট দেশের অন্যত্র পশ্চিমবঙ্গের তুলনায় কম ভোট পড়েছে। দেশেভোট পড়ার গড় হার হলো ৫০ শতাংশ। কোথাও কোনো গোলমাল হয়নি।
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতে চলছে লোকসভা নির্বাচন। সাত দফার এই নির্বাচনে শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় দফার ভোটে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ভোটার এবং অপর একজন পোলিং এজেন্ট। দেশটির কেরালায় এমন ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে। রাজ্যের ওট্টাপালামে ভোট দিতে গিয়ে দুপুরে অসুস্থ হয়ে পড়েন ৬৮ বছর বয়সী চন্দ্রন নামে এক ভোটার। পরে দ্রুত ওট্টাপালাম স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিন সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।  এদিকে, দুপুরে ৬৩ বছর বয়সী এ. টি. সিদ্দিকী নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তাপপ্রবাহের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  ঠিক একইভাবে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ৭৬ বছর বয়সী কোমবোত্তাইল কন্দন নামে ভিলায়োদি এলাকার এক বাসিন্দার। ঘটনাটি ঘটে আলাপ্পুঝা জেলার আমবালাপুঝা এলাকায়। এদিকে, শুক্রবার এস.এন.ভিটি উচ্চ বিদ্যালয়ের ১৩৮ নম্বর বুথে ভোট দিয়ে বাড়ি ফিরে আসেন কাক্কাঝাম ভেলিপাড়াম্ভু সোমারাজন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন ৮২ বছর বয়সী ওই ভোটার। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।  অন্যদিকে, কোঝিকোড় টাউনের ১৬ নম্বর বুথে দায়িত্বে ছিলেন বামেদের জোটের ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ) পোলিং এজেন্ট আনিস আহমেদ। তাপদাহে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে ৬৬ বছর বয়সী আনিসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
গাধার দুধ বিক্রি করে কোটিপতি, গড়ে তুলেছেন খামার (ভিডিও)
কথায় আছে টাকা থাকলে মেলে বাঘের দুধও। প্রাণীর মধ্যে সবচেয়ে পরিচিত গরু, ছাগল, মহিষের দুধ। অন্যান্য প্রাণীর মতো মানুষের খাবার উপযোগী গাধাও যে দুধ দেয় সে সম্পর্কে কজনেরই বা জানা। যদিও গাধা নাম শুনলেই মনে হয়, এটি শুধুই বোঝা বহনকারী একটি প্রাণী।  কিন্তু চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হচ্ছে ততই এই প্রাণীর কদর বাড়ছে। বিজ্ঞান জানান দিচ্ছে, গাধার দুধের নানা গুণের কথা। তাই হয়তো নতুন করে এর কদর দেখা যাচ্ছে। যার প্রতি লিটার ৫-৭ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। টাকায় যা প্রায় ৯ হাজারের বেশি।  এই গাধা দিয়েই ভাগ্য ফিরিয়েছেন ভারতের গুজরাটের এক যুবক। ভারতের সংবাদমাধ্যম বলছে, গুজরাটে ধীরেন নামে যুবকের ভাগ্য খুলেছে এই দুধ বিক্রির মাধ্যমে। মাসে ২-৩ লাখ রুপি ইনকাম করছেন তিনি। গরুর দুধের প্রায় ৭০-৮০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গাধার দুধ। সব রেখে এই ব্যবসায় কেন ধীরেন? উত্তরে তিনি বলেন, সরকারি চাকরির আশায় পড়াশোনা শেষে সেই দিকে মনোযোগ দেয়। না পেয়ে বেসরকারি চাকরির প্রতি ঝোঁক বাড়ায়। যখন সেখান থেকেও তেমন ইনকাম আসছিল না, তখন মাথায় আঁকেন ব্যবসার ছক। তখন তিনি ভাবলেন গাধার দুধ বিক্রি করবেন। ব্যাস, যেমনই পরিকল্পনা তেমনি কাজ শুরু। ধীরেন নিজের গ্রামেই গাধার গোয়াল করেন। ২২ লাখ টাকায় ২০টা গাধা কেনেন। শুরুটা ভালো না গেলেও ৮ মাসের ব্যবধানে, আজ তার মাসিক ইনকাম লক্ষাধিক। এখন ৪২টি গাধার মালিক ধীরেন। বর্তমানে ৩৮ লাখ বিনিয়োগ আছে এই খাতে। নিজের গ্রাম ছাড়িয়েও আরও কয়েকটি গ্রামে তার ব্যবসা সফলতার সঙ্গে চলছে। যা ছিল একসময় অতীত, তা এখন এই যুবকের জন্য ফের শিরোনামে। একসময় গাধার দুধ ছিল বেশ জনপ্রিয়। গল্প আছে, রানি ক্লিওপেট্রা গাধার দুধে গোসল করে সৌন্দর্যের অপসরা হয়েছিলেন। গ্রীকের একদল চিকিৎসকরা মনে করতেন যকৃতের অসুখ থেকে বিষপ্রয়োগ সবই সারিয়ে দিতে পারে এই গাধার দুধ। মার্কিন সংস্থার বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, এই দুধ শিশুর জন্য অনেক উপকারী কোনো শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকলে গাধার দুধ ভরসার জায়গা হতে পারে।  
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনি আরচণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির নির্বাচন কমিশন-ইসি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ বিষয়ে নোটিশ দিয়ে দুই নেতার জবাব চেয়েছে ইসি। আগামী ২৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে সেই জবাব দিতে হবে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।  সম্প্রতি মোদি ও রাহুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই নেতার দল থেকে পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও জানানো হয়। এরপরই তাদেরকে সতর্ক করে নোটিশ পাঠায় কমিশন।  হায়দরাবাদে কংগ্রেস নেতা রাহুল মন্তব্য করেন, কংগ্রেস ক্ষমতায় এলে কোন শ্রেণির হাতে কত সম্পদ আছে, তা আর্থ-সামাজিক সমীক্ষা করে দেখবে। সেই মন্তব্যের রেশ ধরেই গত রবিবার রাজস্থানের বাঁশওয়ারায় জনসমাবেশে মোদি বলেন, কংগ্রেস তার ইশতেহারে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।  মোদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম এবং অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। পরদিন সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। মোদির সেই মন্তব্যের নিন্দা করে সরব হয় কংগ্রেসসহ বিরোধী দলগুলি। ইসির কাছে অভিযোগ করে তারা।  আর রাহুলের বিরুদ্ধে ভাষা ও অঞ্চলের ভিত্তিতে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। সম্প্রতি ভারতের নির্বাচনি প্রচারণায় কংগ্রেস ও মুসলমানদের সরাসরি আক্রমণ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন প্রায় ২০ হাজার নাগরিক। যে চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়েছে।   তারা বলছে, নির্বাচনি জনসভায় মোদি যা বলেছেন, তা ভয়ংকর। কমিশন ব্যবস্থা না নিলে নির্বাচনি সংস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। তবে হাজার হাজার নাগরিকের চিঠির বিষয়ে কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন।  
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তীব্র তাপদাহের মধ্যেই ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনার একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। ২০ জনকে নিরাপদে বের করেছেন উদ্ধারকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, পাটনা রেলস্টেশনের কাছেই অবস্থিত ওই হোটেলটি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা ৬ জনের। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে  দমকল বিভাগের ডিজি শোভা ওহাটকর জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে গিয়েই আগুন ধরে গেছে হোটেলে। স্থানীয় এসএসপি রাজীব মিশ্র জানিয়েছেন বেশ খানিকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে হোটেলে আগুন লাগল, আপাতত সেই নিয়ে তদন্ত শুরু হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।