• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
'ড. ইউনূসকে হয়রানিতে নষ্ট হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক'
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করে তার বিরুদ্ধে সব হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন। একইসঙ্গে ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসামূলক হয়রানি বন্ধ না হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার (১৪ মার্চ) ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক ক‌রে এ অভিমত জানান ডিক ডারবিন। বৈঠকে 'ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানি' বন্ধের আহ্বান জানান এ সিনেটর।  বাংলাদে‌শি দূতের সঙ্গে বৈঠ‌কের এক‌টি ছ‌বি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে সিনেটর ডারবিন লিখেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ায় আমি বাংলাদেশের প্রশংসা করি। কিন্তু ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুদেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  এদিকে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত সোমবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ড. ইউনূসকে হয়রানি ও ভয় দেখাতে এসব মামলায় আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল পাস
ড. ইউনূসকে হয়রানির জন্য আইনের অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে রোজা শুরুর তারিখ ঘোষণা
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা
যুক্তরাষ্ট্রে বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমান আকাশে উড়ার পরপরই এর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৭ মার্চ) সান ফ্রান্সিসকো বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটির চাকা খুলে বিমানবন্দরে পার্ক করে রাখা কয়েকটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এতে গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়।  বিমান থেকে চাকা খুলে পড়ার একটি ভিডিও এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে।  ভিডিতে দেখা যায়, বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি মাটি থেকে আকাশে উড়ার কয়েক সেকেন্ড পরই হঠাৎ করে বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিমানটির প্রধান ল্যান্ডিং স্ট্রাটসে (পেছন দিকে) দুইপাশে ছয়টি করে চাকা থাকে। যদি কোনো চাকা খুলে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাতেও যেন বিমানটি স্বাভাবিকভাবে অবতরণ করতে পারে, সেভাবে এটি তৈরি করা হয়েছে। চাকা খুলে পড়ার পর বিমানটি দ্রুত লস অ্যাঞ্জেলসের দিকে যায় এবং সেখানে সফলভাবে অবতরণ করে। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এর আগে, গত জানুয়ারিতে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি বিমানের অংশ মাঝ আকাশে খুলে পড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর টানা ১৯ দিন বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের সব বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সূত্র: এএফপি
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ের দৌড় থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি। এর মধ্য দিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিপক্ষ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পেতে যাচ্ছেন। খবর বিবিসি।  বুধবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নিকি হ্যালি বলেন, দেশজুড়ে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু, এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে।  তিনি আরও বলেন, আমার বিশ্বাসের জন্য আওয়াজ তুলতে আমি ভুলব না। নিকি হ্যালি বলেন, আমাদের বিশ্ব এখন আগুনে পুড়ছে। এর মূলে রয়েছে আমেরিকার পশ্চাদপসরণ। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানে আমাদের মিত্রদের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। কিন্তু, এটা তার থেকেও বেশি। আমরা আরও পিছু হটলে আরও যুদ্ধ হবে। মনোনয়নের দৌড়ে নেমে সুবিধা করতে পারেননি নিকি হ্যালি। জনপ্রিয়তা থাকার পরও সাউথ ক্যারোলাইনাতে ট্রাম্প তাকে হারিয়েছেন। সেখানকার সাবেক গভর্নর ছিলেন তিনি। নিকি হ্যালির প্রস্থানে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে একাই টিকে রইলেন ডোনাল্ড ট্রাম্প। সুপার টুয়েসডেতে একের পর এক জয়ে আধিপত্য দেখান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নিকি হ্যালির সরে যাওয়ার ঘোষণার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট বাছাইয়ে লড়াইয়ের জন্য সাহসের প্রয়োজন। আজকের রিপাবলিকান পার্টিতে খুব কম লোকই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সত্য কথা বলার সাহস করে।
ফের ভোটের লড়াইয়ে উপস্থিত ট্রাম্প ও বাইডেন!
‘সুপার টিউসডে’ ১৬টি রাজ্য ও একটি অঞ্চলে ভোটাভুটির পর দুই দলের প্রার্থী হওয়ার দৌড়ে জিতছেন ট্রাম্প ও বাইডেন। এতেই এ দুইজন ভোটের লড়াইয়ে যে আসছেন তা অনেকটাই নিশ্চিত। ফলে গত নির্বাচনের মতো এবারও বাইডেন বনাম ট্রাম্পের লড়াই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ও বার্তাসংস্থাগুলি জানিয়েছে, প্রত্যাশামতো রিপাবলিকানের হয়ে ট্রাম্প ও ডেমোক্র্যাটের হয়ে বাইডেনই জিতছেন বা জিততে চলেছেন। তারাই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দুই দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন। সুপার টিউইসডে-র লড়াইয়ে ট্রাম্প নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, কলোরাডো, টেনেসি, টেক্সাস, আরাকানসাস, আলাবামা, ওকলাহোমা ও মেইনে তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির থেকে অনেকটাই এগিয়ে আছেন ও জিততে চলেছেন। ভেরমন্টে দুজনের সমানে সমানে লড়াই হচ্ছিল। বার্তাসংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি ভেরমন্ট জিতে নিয়েছেন। ট্রাম্প এবং বাইডেন মিনেসোটাতে জিততে চলেছেন। ট্রাম্পের বক্তব্য রিপাবলিকান প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্প সুবিধাজনক জায়গায় চলে গেছেন। ট্রাম্প বলেছেন, সুপার টিউসডে তার কাছে একটা অসাধারণ দিন হতে চলেছে। ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে হারিয়ে তিনিই আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তের অবস্থা ভয়ংকর এবং সেখানে আইন বলে কিছু নেই। আমাদের সীমান্তে একটি তৃতীয় বিশ্বের দেশ রয়েছে। মার্কিন নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নির্বাচন করার জন্য নিজেদের রাজ্যের উপর নির্ভর করে প্রাথমিক নির্বাচনের দিকে এগিয়ে যায়৷ দ্বিতীয় দফায় সম্মেলনের সময় প্রেসিডেন্ট পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ২০২৪ সালের নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ বাইডেন এগিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার এই দৌড়ে বাইডেন ১৩টি রাজ্যে জিততে চলেছেন। এছাড়া আইওয়াতেও তিনি জিতবেন বলে সমীক্ষার ফল বলছে। ফলে বাইডেনই ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে আছেন। বাইডেন একটি বিবৃতিতে বলেছেন, ট্রাম্প আমেরিকাকে আবার পিছিয়ে নিয়ে যেতে চান। তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভোটদাতারা তাকেই বেছে নিয়েছেন। বাইডেন দাবি করেছেন, প্রেসিডেন্ট হিসাবে তিনি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছেন, তাদের আয় বাড়িয়েছেন। মানুষের সামনে এখন বিকল্প একটাই, তারা তাদের কর্মসংস্থান ও আয়ের নিশ্চয়তা চান, নাকি তারা চান ট্রাম্প আবার আগের মতো দেশ চালান। বাইডেন বলেছেন, ট্রাম্প প্রতিশোধ নিতে চান, তিনি এলে মেয়েদের অধিকার খর্ব হবে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নিজের সিদ্ধান্ত কার্যকর করবেন। যারা স্বাধীন ও নিরপেক্ষ আমেরিকায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সামনে তাই এটাই সুযোগ। তাদের সেই সুযোগ কাজে লাগাবার অনুরোধ করেছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।  মঙ্গলবার (৫ মার্চ) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই কানাডিয়ান নাগরিক বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে নিহতদের নাম এখনও জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ন্যাশভিল শহরের একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। এদিকে দুর্ঘটনার আগে ন্যাশভিল বিমানবন্দরে কল করে ইঞ্জিনে সমস্যার কথা জানিয়েছিলেন পাইলট। তখন, বিমানটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু বিমানটি বিমানবন্দরের অনেক দূরে থাকায় পাইলট জরুরি অবতরণ করতে পারবে না বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ কী হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে, দুটি সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বন্দুক হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।  স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে পার্টি চলাকালে এ হামলার ঘটনা ঘটে। কিং সিটি পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, শহরের উত্তর অঞ্চলের ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলছিল। সে সময় হঠাৎ করেই সেখানে উপস্থিত হয় একটি গাড়ি। দরজা খুলে বেরিয়ে আসেন তিনজন ব্যক্তি। এরপরই তারা গুলি চালায় পার্টিতে অংশ নেওয়া লোকজনের ওপর। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনজন। এ ছাড়া আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় একজন নারীর। এদিকে হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু, ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে এ ধরনের বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে ও নর্থ-ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ডেটাবেইজ অনুসারে, ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৪০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে ও সেসব ঘটনায় নারী ও শিশুসহ ১৭১ জন প্রাণ হারিয়েছেন।
ক্যালিফোর্নিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলি, নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনের খোলা চত্বরে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর এবিসি নিউজের। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে মাস্ক পড়া অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।  তারা পার্টির লোকজন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মারা যান। গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কিং সিটি পুলিশ। তারা জানিয়েছে, পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাবেক কর্মীর কাছে হারলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলের মনোনয়নের প্রাইমারি নির্বাচনে সাবেক কর্মীর কাছে হেরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে এ প্রথম ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি। সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জাতিসংঘের সাবেক এ রাষ্ট্রদূত  ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট। জানা গেছে, ট্রাম্পের বিরুদ্ধে জয় পেলেও নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনাতেও হেরে গেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকিই প্রথম নারী, যিনি রিপাবলিকান দলের কোনো প্রাইমারিতে জয়ী হলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও হাল ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে এটা অনেকটাই নিশ্চিত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার ডেমোক্রেটিক দলের জো বাইডেনের মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প। নিকি হ্যালির ক্যাম্পেইন বিষয়ক মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস বলেছেন, ‘এটা আশ্চর্যের কিছু নয় যে, ওয়াশিংটনে ট্রাম্পের সবচেয়ে কাছের রিপাবলিকানরা তাকে ও তার সমস্ত বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করছে।’