• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ভূমধ্যসাগরে ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
যে দেশে রোজা না রাখলে গ্রেপ্তার করে পুলিশ
ক্ষমার মহান বার্তা নিয়ে সমহিমায় হাজির হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রোজা পালন করেন। এমন অবস্থায় নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির ইসলামিক পুলিশ। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত আফ্রিকার এই দেশটির একটি প্রদেশে রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানকার ১২ প্রদেশে শরিয়া আইন চালু করা হয়। এই ১২ প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব প্রদেশের মধ্যে একটি হলো কানো। আর এখানকার ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত এবং প্রতি বছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে। গত মঙ্গলবার গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং একজন নারী। গ্রেপ্তারের পর তারা আর ইচ্ছাকৃতভাবে রোজা মিস করবে না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বিবিসিকে বলেছেন, আমরা মঙ্গলবার ১১ জনকে পেয়েছিলাম যার মধ্যে একজন নারীও ছিলেন, যিনি চিনাবাদাম বিক্রি করছিলেন এবং তাকে তার জিনিসপত্র থেকে খেতে দেখা গেছে এবং পরে কিছু লোক আমাদের এই বিষয়টি জানায়। তিনি বলেন, অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে। লওয়াল ফাগে বলছেন, আমরা অমুসলিমদের গ্রেপ্তার করি না। কারণ এটি (রোজা) তাদের পালন করার বিষয় নয়। শুধু একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেই আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করি। আর তা হচ্ছে, যাদের রোজা রাখার কথা, সেসব মুসলমানের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সম্পর্কে ইসলামিক পুলিশের এই মুখপাত্র বলেন, তারা এখন থেকে রোজা রাখা শুরুর প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পেয়েছে এবং ‘তাদের মধ্যে কারও কারও পরিবার যেন তাদের পর্যবেক্ষণ করে, সে জন্য আমাদের তাদের আত্মীয় বা অভিভাবকদেরও ডাকতে হয়েছিল।
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
৫০ নারীকে একসঙ্গে অপহরণ করেছে আইএস!
মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
আলজেরিয়ায় উদ্বোধন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে উদ্বোধন হয়ে গেল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভূমধ্যসাগরীয় উপকূলে দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স নামের নয়নাভিরাম এই ইবাদতখানাটি উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি আবদেলমাদজিদ তেবোউন। খবর আল-জাজিরার।  আফ্রিকা মহাদেশে এর চেয়ে বিশাল মসজিদ তৈরি হয়নি এখনও। সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে প্রায় ৭ বছরের চেষ্টার পর অবশেষে এ বছর পবিত্র রমজান শুরুর আগেই সুবিশাল এ মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করলো আলজেরিয়া সরকার।  স্থানীয়ভাবে মসজিদটি জামাআ এল-জাজাইর নামে পরিচিত। একসঙ্গে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন এখানে। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হলেও উচ্চতার দিক থেকে প্রথম অবস্থানেই থাকছে ভূমধ্যসাগরীয় উপকূলে মাথা তুলে দাঁড়ানো দৃষ্টিনন্দন ইবাদতখানাটি। মসজিদটির যে মিনার নির্মাণ করা হয়েছে তার উচ্চতা ২৬৫ মিটার (৮৬৯ ফুট)। এটি নির্মাণের দায়িত্বে ছিল একটি চীনা নির্মাণ সংস্থা। ২৭.৭৫ হেক্টর (প্রায় ৭০ একর) জুড়ে বিস্তৃত একটি আধুনিক কাঠামোর আকারে ৭ বছর ধরে চলে মসজিদটির নির্মাণ কাজ। আধুনিকতা ও ঐতিহ্যের অপূর্ব এক মিশেলে নির্মাণ হয়েছে মসজিদটি। আলজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলা হয়েছে এর নকশায়। হেলিকপ্টার অবতরণের একটি হেলিপ্যাডও স্থাপন করা হছে মসজিদটিতে। একটি লাইব্রেরিও আছে এখানে। যেখানে রাখা যাবে প্রায় ১০ লাখ বই। প্রায় পাঁচ বছর ধরেই পর্যটক এবং রাষ্ট্রীয় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল মসজিদটি। কেবল বিলম্বিত হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন। আসন্ন রমজানে নামাজ আদায় যাতে সম্ভব হয় সে কারণে মসজিদটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে আলজেরিয়া সরকার।
বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৫
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মালির সীমান্তের কাছে অবস্থিত বুরকিনা ফাসোর ওদালান প্রদেশের এসসাকানে গ্রামে রোববার উপাসনার সময় ওই ক্যাথলিক গির্জায় হামলার ঘটনা ঘটে। চার্চের একজন কর্মকর্তা হামলাকারী বন্দুকধারীদের সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে ইঙ্গিত করেছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর ১২ জন তাৎক্ষণিকভাবে মারা গেছেন। এ ছাড়া অপর তিনজন হাসপাতালে মারা যান। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করে রেখেছে।
মানুষের মল দিয়ে জ্বালানি
কেনিয়ার এক কোম্পানি মানুষের মল ব্যবহার করে ব্রিকেট তৈরি করছে৷ সেই প্রকল্পের আওতায় স্যানিটেশন, পরিবেশ দূষণের মতো সমস্যাও মোকাবিলা করা হচ্ছে৷ পৃথিবীর প্রাকৃতিক সম্পদ মোটেই অফুরন্ত নয়৷ তবে যতদিন মানুষের অস্তিত্ব থাকবে, ততদিন একটি সম্পদ কখনোই ফুরিয়ে যাবে না৷ সেটা হলো মল৷  স্যানিভেশন নামে কেনিয়ার এক কোম্পানি মানুষের মল প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের কাজে হাত পাকিয়েছে৷ উচ্চ তাপমাত্রায় ক্ষতিকারক প্যাথোজেন সরিয়ে ফেলার পর সেই কাঁচামাল ব্রিকেট বা কাঠকয়লায় রূপান্তরিত করা হয়৷ কোম্পানির প্রতিনিধি ডেক্সটার গিকাস বলেন, প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমরা সব সময়ে কৌতূহল দেখতে পাই৷ আসলে আগে সম্ভব মনে হয়নি, এমন আইডিয়ার মুখোমুখি হলে তখন বোঝা যায়, সেটা শুধু সম্ভবই নয়, তা খেকে মুনাফাও করা যায়৷ কিছু মূল্য সৃষ্টি করা যায়, কিছুটা উদ্ধার করা যায় এবং বর্জ্য থেকে আয় করা যায়৷ নাইরোবি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে নাইভাশায় এই কোম্পানি সক্রিয়৷ ট্রাক চালকরা আশেপাশের জনপদে গিয়ে বাসার বাথরুম থেকে মল সংগ্রহ করেন৷ জন কারিউকি ভ্যাকুয়াম ট্রাক অপারেটর হিসেবে প্রায় তিন বছর ধরে সেখানে কাজ করছেন এবং সেই প্রক্রিয়া তাকে মুগ্ধ করছে৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল কাজটা বেশ খারাপ হবে৷ হয়তো স্বাস্থ্যের ক্ষতি হবে৷ কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখলাম যে এই প্রক্রিয়ায় কোনো ধোঁয়া সৃষ্টি হয় না৷ ক্ষতিকারক গ্যাসও বের হয় না৷ কাঠকয়লার মধ্যে কার্বন মোনোক্সাইড থাকে৷ কিন্তু এই ব্রিকেটের মধ্যে তা নেই৷ প্রতি মাসে ১২টি ট্রাক বোঝাই কাদার আকারের মল সংগ্রহ করা হয়৷ প্রত্যেকটি ট্রাকে প্রায় ২০ হাজার লিটার তরল থাকে৷ কোম্পানি বেশিরভাগ বাথরুম তৈরি করে দিয়েছে৷ দীর্ঘমেয়াদি ভিত্তিতে সেই বিনিয়োগের সুফল ভোগ করা যাবে বলে আশা করা হচ্ছে৷ এখনো পর্যন্ত স্যানিভেশনের প্রকল্প ভালোভাবে চলছে৷ স্থানীয় মানুষও সন্তুষ্ট৷ প্লাস্টিকসহ সব রকমের বর্জ্য পয়ঃপ্রণালীতে গিয়ে পড়ে৷ কিন্তু সংগৃহীত কাদায় সে সব আলাদা করা হয়৷  ডেক্সটার গিকাস বলেন, আমরা মানুষকে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনার সুবিধা দিচ্ছি৷ যে বর্জ্য রোগব্যাধি সৃষ্টি করতো এবং পরিবেশ দূষণ করতো, আমরা তা সরিয়ে দিচ্ছি৷ আমরা জনপদে কাজ করছি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান করছি৷ এই কোম্পানি পরোক্ষভাবে প্রায় একশো মানুষের কর্মসংস্থান সম্ভব করেছে৷ সরাসরি ৫৬ জন কোম্পানির কর্মী হিসেবে কাজ করেন৷ গোটা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে তাঁরা সক্রিয়৷ সবার আগে তরল ও কঠিন আলাদা করা হয়৷ তারপর তরল পদার্থ জেলার বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নিয়ে যাওয়া হয়৷ কঠিন পদার্থ বেশ কয়েকশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়৷ তারপর সেটি প্রক্রিয়াজাত করে জৈব পদার্থের সঙ্গে মেশানো হয়৷ চূড়ান্ত ব্রিকেটে পাঁচ থেকে তিরিশ শতাংশ শুকানো মল থাকে৷ এই কোম্পানি মাসে প্রায় ১০০ টন মলযুক্ত ব্রিকেট তৈরি করে৷ জন কারিউকির মতে, রান্নাসহ নানা কাজে এই ব্রিকেট ব্যবহারের অনেক সুবিধা রয়েছে৷ এটি আরো কার্যকর, অনেক বেশি টেকসই এবং এতে খাবার ভালোভাবে রান্না করা যায়৷ জ্বালানি হিসেবে এটির আরো ব্যবহার রয়েছে৷ চারকোলের অনেক ক্ষতিকারক প্রভাব ছিলো, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ কিন্তু ব্রিকেট পরিষ্কারভাবে ব্যবহার করা যায়৷ কোনো ক্ষতিকারক নির্গমন ঘটে না৷ একটি ক্যাফের মতো নাইভাশার কিছু রেস্তোরাঁও সেই ব্রিকেট ব্যবহার করছে৷ আগে সেখানে পাথরের চুলায় লাকড়ি ব্যবহার করা হতো৷ কিন্তু সেগুলির দাম আরো বেশি ছিলো৷ বর্ষার মৌসুমে লাকড়ি পাওয়াও কঠিন হতো স্থানীয়দের৷
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে প্রাসাদে ঢুকে রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে রানীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, কোয়ারা রাজ্যে অপহরণের ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবির পরেই এ ঘটনা ঘটলো। নিহত রাজা উপাধি ধারণ করা সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল। পূর্বপুরুষের মতো তিনিও রাজ্যটির প্রথাগত রাজা ছিলেন। তার আনুষ্ঠানিক উপাধি ছিল কোরোর ওলুকোরো। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত রানীর মুক্তিপণ দাবি করা হয়নি। এদিকে নাইজেরিয়ার গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক রাজাকে হত্যার ঘটনাটিকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।  দেশটির পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে।  এ ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে সুশীল সমাজের ৫০টি সংগঠন। তারা জানিয়েছে, গতবছর মে মাসে বোলা টিনুবু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির ১ হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছেন। সম্প্রতি নাইজেরিয়ার একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। গত বুধবার রাতে দেশটির রাজধানী থেকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা অপহৃত হয়েছেন। গত মাসে ৬ বোনকে তাদের বাবাসহ অপহারণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে হত্যা করা হয়েছিল।
সুদান সংঘাত থামাতে কেনিয়ায় বেয়ারবক
কেনিয়ায় পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সৌদি আরব হয়ে কেনিয়া পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার কেনিয়ায় গিয়ে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সুদান সমস্যা নিয়ে তার একাধিক বৈঠক করার কথা। তবে কেনিয়ার রাস্তায় তাকে সৌদি আরবে দাঁড়াতে হয়েছে। যদিও তার পরিকল্পনায় সৌদি আরব ছিল না। জিবুটি হয়ে কেনিয়া ঢোকার কথা ছিল তার। কিন্তু এরিট্রিয়া শেষমুহুর্তে জানিয়ে দেয় তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না। ফলে সূচি বদলে সৌদি আরবে নামতে হয় বেয়ারবককে। সৌদি থেকে কেনিয়া পৌঁছেছেন তিনি। সেখানে সুদানের সংঘাত নিয়ে আলোচনা করবেন তিনি। কীভাবে দ্রুত এই সংঘাত বন্ধ করা যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা। বস্তুত, সুদানে সেনাপ্রধানের সঙ্গে লড়াই হচ্ছে তারই ডেপুটি তথা আরএসএফ সেনার প্রধানের। দুইপক্ষই ক্ষমতা দখল করতে চাইছে। গত বেশ কিছু মাস ধরে এই লড়াই চলছে। ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন অন্তত ৭৫ লাখ মানুষ। এই পরিস্থিতিতে দ্রুত এই সংঘাত বন্ধ করা প্রয়োজন। আফ্রিকার দেশগুলি দীর্ঘদিন ধরেই এই সংঘাত থামানোর চেষ্টা করছে। একাধিকবার যুযুধান দুইপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু লড়াই থামেনি। বেয়ারবক জানিয়েছেন, আফ্রিকান ইউনিয়ন এবং ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্টকেও (আইজিএডি) এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। সুদানের সংঘাত থামাতে তাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে। আইজিএডি-র সদস্য আফ্রিকার প্রায় সব দেশ। তার মধ্যে উল্লেখযোগ্য এরিট্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, সুদান, সাউথ সুদান এবং উগান্ডা। এছাড়া কেনিয়া এবং জিবুটি আছে।
সাউথ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ শিল্পীদের স্বীকৃতির উদ্যোগ
সাউথ আফ্রিকার সমাজ অনেক টানাপড়েনের মধ্য দিয়ে গেছে৷ সেই সব সমস্যার শৈল্পিক অভিব্যক্তি তুলে ধরছেন কয়েকজন স্থানীয় শিল্পী৷ এক প্রতিষ্ঠানের ছত্রছায়ায় মানুষ ও প্রাণিজগতের নানা জরুরি বিষয় ফুটিয়ে তুলেছেন তারা৷ আফ্রিকার উদ্ভিদ ও প্রাণীজগৎ এবং জুলু উপজাতীয় লোকশিল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে অগ্রণী শিল্পী হিসেবে ফে হ্যালস্টেড ৩০ বছর আগে নিজের লাক্সারি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন৷ তার সিরামিক শিল্পকর্ম সত্যি অনবদ্য৷ তার দুই মেয়ে মেগান ও ক্যাথরিনও মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন৷ তাদের প্রতিটি সৃষ্টির গুরুত্ব শিল্পের চেয়েও বেশি৷ মেগান বার্নিং বলেন, অনেক বছর আগে, ১৯৮৫ সালে আমার মা ফে হ্যালস্টেডের থেকে প্রেরণা পেয়ে আর্ডমোর সৃষ্টি করা হয়েছে৷ আর্ডমোর কোনো ব্যবসার কারণে পথ চলা শুরু করেনি৷ আমার মায়ের শিক্ষা ছড়িয়ে দেওয়া, শিল্প ও সমাজে কিছু ফিরেয়ে দেওয়ার আবেগ থেকেই সেই উদ্যোগ শুরু হয়েছিল৷ ড্রাকেন্সবার্গ উপত্যকায় আর্ডমোর নামের এক জায়গায় সবকিছু শুরু হয়েছিল বলে সেই নাম রাখা হয়েছে৷ তিনি বনি এনচেলেনচেলি নামের একজন মাত্র শিল্পীকে নিয়ে কাজ শুরু করেছিলেন৷ আজ সত্তর জনেরও বেশি শিল্পী কাজ করছেন৷ অ্যালেক্স সিবান্দা তাদেরই একজন৷ নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ফে আমাকে আর্ডমোরে যা খুশি করতে বলেছিলেন৷ আমার প্রথম প্রাণী ছিল গণ্ডার৷ তিনি আমাকে প্রশ্ন করলেন, কেন গণ্ডার ব্যবহার করছেন? আমি বললাম, সেটাই আমার প্রতীক৷ আমি ট্যাক্সি নিয়ে জিম্বাবুয়ে থেকে এসেছি৷ আর এখন জিম্বাবুয়ে ফিরতে আমি গণ্ডার ব্যবহার করবো৷ গণ্ডার প্রজাতি আজ বিপন্ন৷ খড়গের কারণে মানুষ তাদের মারে৷ তাই আমি গণ্ডারের জন্য করুণা অনুভব করলাম৷ আমি সব সময় গণ্ডার সৃষ্টি করি, কারণ এই প্রাণী খড়গের জন্য প্রাণ হারায়৷ বাকিদের জন্যই আমাদের অস্তিত্ব, এ এক মৌলিক বিশ্বাস৷  অন্যদের শিক্ষাদান সম্পর্কে তাদের আন্তরিকতা বিভিন্ন শাখার সৃজনশীল মানুষের জন্য সুযোগ সৃষ্টি করেছে৷ বনি এনচেলেনচেলিকে নিয়ে আর্টিস্ট মেন্টরশিপ প্রোগ্রাম শুরু হয়েছিল৷ বর্ণবৈষম্যের যুগে কৃষ্ণাঙ্গ নারী হিসেবে বড় হয়ে ওঠার সময়ে তিনি শস্যের খেতে কাজ করবেন বলে ধরে নেওয়া হয়েছিল৷ কিন্তু কম বয়সে পোলিও রোগের কারণে তিনি শিল্পের প্রতিভার প্রতি মনোযোগ দিয়েছিলেন৷ ক্যাথরিন বার্নিং বলেন, এ যেন রূপকথার গল্প৷ ডারবান টেক থেকে আমার মাকে ছাঁটাই করা হয়েছিল৷ তিনি আমার বাবার প্রেমে পড়ে ড্রাকেন্সবার্গে চলে আসেন৷ সে সময়ে আমাদের বাসার কাজের লোক জ্যানেট এনচেলেনচেলির এক মেয়ের সৃজনশীলতা নজর কাড়ার মতো ছিল৷ বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীরা শিল্পী হিসেবে স্বীকৃতি পেতেন না৷ নিজে অত্যন্ত সৃজনশীল মানুষ হিসেবে আমার মা প্রতিভা শনাক্ত করে বনিকে নিজের ছত্রছায়ায় নিয়ে আসেন৷ ১৯৯০ সালে তারা যৌথভাবে স্ট্যান্ডার্ড ব্যাংক ইয়ুথ আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতে নেন৷ উঠতি শিল্পীদের ক্ষমতায়ন ও লুপ্তপ্রায় প্রাণীদের সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এই কোম্পানি এইডস রোগীদের সহায়তায় এক সামাজিক উদ্যোগও শুরু করেছে৷ সে সময়ে দক্ষিণ আফ্রিকায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে৷ ক্যাথরিন বার্নিং বলেন, দুর্ভাগ্যবশত বনি মারা গেছেন৷ তার এইচআইভি এইডস হয়েছিল৷ সেটা আমাদের ব্র্যান্ডের জন্য অত্যন্ত দুঃখজনক ও নেতিবাচক সময় ছিল৷ আমরা সেরা পাঁচ শিল্পীকে হারিয়েছি৷ তারা আমাদের বোনের মতো ছিল৷ আমরা কিছু বাছাই করা শিল্পকর্ম গোটা বিশ্বে পাঠিয়ে শিল্পীদের ও জগতকে এইচআইভি, এইডসের জগত সম্পর্কে শিক্ষা দিয়েছি৷ কীভাবে আমরা সেই সমস্যার মোকাবিলা করতে পারি, তা জানিয়েছি৷ সাম্প্রতিক বছরগুলিতে আর্ডমোর কমিউনিটি ফান্ড পুরোপুরি শিক্ষার জন্য কাজে লাগানো হচ্ছে৷ আর্ডমোর হোউইক এলাকার তেম্বেলিলে স্কুলের সঙ্গে সহযোগিতার পথ বেছে নিয়েছে৷ সেই স্কুল স্থানীয় সমাজে প্রান্তিক শিশুদের জন্য উচ্চ মানের শিক্ষার ব্যবস্থা করে৷ এঞ্জেলস কেয়ার সেই স্কুলেরই একটি বিভাগ, যেটি নির্যাতন ও ধর্ষণের শিকার হওয়া শিশুদের দেখাশোনা করে৷ সেখানে শিশুরা শিল্পকলার মাধ্যমে নিজেদের মনের ভাব তুলে ধরার সুযোগ পায়৷ সৃজনশীল স্বাধীনতার ভিত্তি ও আফ্রিকার সংস্কৃতির প্রাণবন্ত অন্তরাত্মা থেকে এই শিল্পকর্মগুলি সৃষ্টি হয়েছে৷
তিমি সংরক্ষণে দক্ষিণ আফ্রিকায় বিশেষ উদ্যোগ
জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব শুধু আমাদের চোখের সামনেই ঘটছে না৷ যেমন অ্যান্টার্কটিকা ও দক্ষিণ আফ্রিকার মাঝে বিশাল মহাসাগরে যথেষ্ট খাদ্যের অভাবে একাধিক প্রজাতির তিমির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে৷ অ্যান্টার্কটিকা থেকে সাদার্ন রাইট তিমির ঝাঁক ফিরে এসেছে৷ প্রতিবার তাদের দেখা মেলা বিশেষ এক ঘটনা বটে৷ ৫০ বছরেরও বেশি সময় ধরে গবেষকরা দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে আকাশে থেকে বাৎসরিক সমীক্ষা চালিয়ে আসছেন৷ তারা ছবি তুলে তিমির সংখ্যা গুনে সেগুলির স্বাস্থ্যের মূল্যায়ন করেন৷ গবেষকদলের বর্তমান প্রধান ভারময়লেন প্রবণতার দিকে কড়া নজর রাখছেন৷ তিনি বলেন, দক্ষিণের মহাসাগর ও অ্যান্টার্কটিক অঞ্চল কীভাবে জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাবিত হচ্ছে, আমরা রাইট হোয়েলকে তারই সূচক হিসেবে দেখি৷ এই তিমির ঝাঁক আসলে ইকোসিস্টেম পরিবর্তনের বার্তা নিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলের দিকে আসে৷ তাই আমরা তাদের রাইট হোয়েল বলি৷ গবেষকদের এই দল উপকূলের কাছে প্রায় কয়েকশো কিলোমিটার জুড়ে তিমির ছবি তোলে৷ বিশেষ করে তিমির মাথার ত্বকে সাদা ছোপ তাদের লক্ষ্য৷ সেই রুক্ষ ত্বক জুড়ে উকুনের স্তরই সাদা দেখায়৷ প্রত্যেকটি তিমির মাথায় সেই ক্যালোসিটির একেবারে নিজস্ব নক্সা দেখা যায়৷ কম্পিউটার মডেলিং ব্যবহার করে সেই প্যাটার্ন বিশ্লেষণ করে নির্দিষ্ট প্রাণী শনাক্ত করা সম্ভব৷ তবে সেই ছবি তোলা বড় চ্যালেঞ্জ৷ হোয়েল ইউনিটের টেকনিকাল ম্যানেজার ক্রিস উইলকিনসন বলেন, আমাদের সরাসরি তিমির ঝাঁকের উপর থাকতে হয়৷ মাথার ঠিক উপর থেকে ক্যালোসিটি প্যাটার্নের স্পষ্ট ছবি তুলতে হয়৷ তিমির মাথার উপর সমুদ্রের ঢেউ থাকলে চলবে না৷ উড়ন্ত হেলিকপ্টারে সে চারিদিকে বাতাসের ধাক্কা সামলে সেই কাজ করা বেশ কঠিন চ্যালেঞ্জ৷ কেপ টাউন শহর থেকে দেড়শো কিলোমিটারের কম দূরত্বে ওয়াটার বে এলাকার অগভীর পানিতে অসংখ্য প্রাণী দেখা যায়৷ সাউদার্ন রাইট হোয়েল ছাড়াও হাম্পব্যাক তিমি সেখানে আসে৷ দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে তারা প্রতি বছর শাবক নিয়ে চলে আসে৷ মেরিন বায়োলজিস্ট হিসেবে জাস্টিন ব্লেক বলেন, ওয়াকার বে তিমির আশ্রয়স্থল৷ সারা বছর ধরেই সেটি মেরিন রিজার্ভ হিসেবে সুরক্ষা দেয়৷ জুন ও জুলাই মাসে সেখানে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ এমন আশ্রয়স্থল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তিমিগুলিকে অনেক শক্তি ক্ষয় করে অ্যান্টার্কটিকা থেকে দক্ষিণ আফ্রিকায় আসতে হয়৷ শাবকের জন্ম দেওয়া, সদ্যোজাতদের জন্য মাতৃদুগ্ধ সৃষ্টি করা এবং অ্যান্টার্কটিকায় ফিরে যাওয়ার জন্য শরীরে যথেষ্ট শক্তি সংগ্রহ করা সহজ কাজ নয়৷ এই প্রাণীগুলির বিশ্রামের জায়গা সুরক্ষিত থাকলে নৌকা, জাহাজ বা অন্যান্য মানুষ এড়িয়ে যাবার জন্য বাড়তি শক্তি ক্ষয় করতে হয় না৷ ১৯৭৬ সালে দক্ষিণ গোলার্ধে বাণিজ্যিক তিমি শিকার নিষিদ্ধ করার পর থেকে সেই প্রাণীর সংখ্যা অনেক বেড়ে গেছে৷ তবে গবেষকদের মতে, গোটা বিশ্বে তিমির সংখ্যা বাণিজ্যিক শিকারের আগের তুলনায় এখনো মাত্র ২০ শতাংশ ছুঁতে পেরেছে৷ সেই অঞ্চলে হারপুন বা তিমি শিকারের জাহাজ লুপ্ত হলেও কয়েক দশকের গবেষণা অনুযায়ী সাউদার্ন রাইট হোয়েল নতুন এক বিপদের মুখে পড়ছে৷ প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যানেজার ভারময়লেন বলেন, গবেষণা অনুযায়ী মাদী রাইট হোয়েলের শরীরের অবস্থা, ফ্যাটের অনুপাতের অনেক অবনতি ঘটেছে৷ ফলে শাবকদের মাতৃদুগ্ধ খাওয়ানোর ক্ষমতাও কমে গেছে৷ দক্ষিণ আফ্রিকার সাদার্ন রাইট প্রজাতি দক্ষিণ মহাসাগরে খাদ্য সংগ্রহ করে৷ আমরা সেখানে সমুদ্রে ভাসমান বরফের পরিমাণ কমে যেতে দেখছি৷ ফলে ক্রিলের বংশবৃদ্ধিও কমে যাচ্ছে, যা তিমির প্রধান খাদ্য৷ ফলে তিমির সংখ্যায় পরিবর্তন পর্যবেক্ষণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নজরদারির গুরুত্ব স্পষ্ট হয়ে যাচ্ছে৷ সেইসঙ্গে তিমির জন্য প্রয়োজনীয় পরিবেশগত অবস্থারও তুলনা করা জরুরি৷ মানুষের বসতি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নাজুক এই ইকোসিস্টেমে চলমান পরিবর্তন তিমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেখানকার মানুষের জন্যও এর গুরুত্ব কম নয়৷