• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ
অবশেষে জয়পুরহাটে স্বস্তির বৃষ্টি
জয়পুরহাটে দীর্ঘ এক মাস তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। জেলার পাঁচটি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরে বৃষ্টি হয়েছে। শনিবার (৪ মে) বিকেল ৪টা ১০ থেকে শুরু হয়ে ৪টা ৩৫ পর্যন্ত বৃষ্টি স্থায়ী ছিল। এর আগে জয়পুরহাটে এক সপ্তাহে সর্বোচ্চ ৩৬ থেকে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করেছে। চলমান তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুনিরুজ্জামান মুনির বলেন, অবশেষে বহুকাঙ্খিত বৃষ্টি ঝড়েছে জয়পুরহাটে। শনিবার (৪ মে) বিকেল চারটার কিছু পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। সেই সঙ্গে প্রচণ্ড তাপে অস্থির জনজীবনে নেমে আসে স্বস্তি। খেটে খাওয়া শ্রমজীবী মানুষসহ সকলে এই বৃষ্টিতে অত্যন্ত আনন্দিত। আশা করা হচ্ছে কয়েক দিনের প্রচণ্ড তাপদাহ অনেকটা কমে আসবে।
সারিয়াকান্দিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২ প্রার্থী 
২ টাকার বেগুন এখন হাফ সেঞ্চুরি
নাটোরে বসতঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
‘নির্বাচনে কেউ প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’
স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসা অনুষ্ঠিত 
স্কাউট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ৫ দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে মহাতাবু জলসা। এতে সাংস্কৃতিক পর্বে শিক্ষকরা দলীয় সংগীত ও কবিতা আবৃত্তি করেন। এর আগে আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার ও কোর্স লিডার খন্দকার শামসুদ্দীন আহমেদ, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, সহকারী কমিশনার নূরুল ইসলাম, জেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম রশিদসহ আরও অনেকে।   এ দিকে বিকালে সেশন পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।  এ সময় তিনি স্কাউট আইন-বিধি বিধান, শিশু অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ দিনের এ কোর্সে, কোর্স লিডারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার খন্দকার শামসুদ্দীন আহমেদ। শনিবার সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হবে এ কোর্স। কোর্সে স্কাউটসের বিভিন্ন আইন বিধি-বিধান জানার পাশাপাশি দুর্যোগকালীন ঝুঁকি মোকাবেলাসহ দেশের যে কোন প্রয়োজনে স্কাউট সদস্যদের করণীয় নিয়ে হাতে কলমে অংশগ্রহণকারী শিক্ষকদের শিক্ষা দেওয়া হয়। যাতে তারা বিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীদের যথাযথভাবে শেখাতে পারেন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষক অংশ নেন।
‘বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’
বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৩ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরী ভূবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।  ডা. দীপু মনি বলেন, বৃদ্ধ বাবা-মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে কাজকর্মে যেতে হয়। তখন তারা নিঃসঙ্গতা অনুভব করেন, বিষণ্নতায় তারা মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে যেকোনো সঙ্গ প্রয়োজন হয়। তারাও প্রয়োজন অনুভব করেন।  এর আগে বৃদ্ধাশ্রমটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. জান্নাত আরা হেনরী এমপির সভাপতিত্বে আলোচনা সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, কাজিপুর আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ অন্যারা বক্তব্য রাখেন।  পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।  উল্লেখ্য, সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর ব্যক্তি উদ্যোগে ৬ একর জায়গায় দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জন প্রবীণ মানুষ বসবাস করতে পারবেন। এই ভবনে বিনোদনসহ আছে নানা সুবিধা। সামনে সৌন্দর্য্য বর্ধন, পুকুরসহ আছে পার্ক সুবিধাও।
তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!
সদ্যই শেষ হলো মৌসুমের সবচেয়ে উত্তপ্ত মাস এপ্রিল। মাসের প্রথম থেকেই সূর্যের রোষ টের পেয়েছে দেশবাসী। যখন সেই রোষের তীব্রতায় পুড়েছে প্রকৃতি। ঠিক তখনই নাটোরের বাগাতিপাড়ায় দেখা মিলল শীতের কুয়াশায় ঘেরা ভোর।  শুক্রবার (৩ মে) ভোরের আলো ফোটার পরিবর্তে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। মনে হচ্ছিল এটা শীতের সকাল। তবে ঘণ্টা দেড়েক পর সূর্যের তাপে কুয়াশার চাদর সরিয়ে স্বাভাবিক রূপে ফিরে আসে প্রকৃতি।  প্রকৃতির এমন অস্বাভাবিক রূপে জনমনে ছড়িয়েছে নানা প্রশ্ন। স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারদিক। ঘন কুয়াশায় এতটাই ছিল দূরের কাউকেও স্পষ্ট দেখা যাচ্ছিল না। উপজেলার তমালতলা, জামনগর, বিহারকোলসহ পুরো উপজেলায় এ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। তমালতলা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাজনীন সুলতানা জানান, ভোরে হঠাৎ কুয়াশাচ্ছন্ন প্রকৃতি তার নজরে এসেছে। সেই সময় আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হয়। তবে বিষয়টা অস্বাভাবিক বলে তিনি মনে করেন।  চকতকিনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বছির উদ্দিন জানান, মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে দেখেন ঘন কুয়াশা। তার জীবদ্দশায় গ্রীষ্মের এমন খরতাপের মধ্যে শীতকালের কুয়াশা তিনি দেখেননি। প্রকৃতি তার স্বাভাবিকতা হারানোর কারণেই এমনটি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।  এ বিষয়ে বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তিনি ঘুম থেকে একটু দেরি করে উঠলেও লোকমুখে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির বিরূপ আচরণের কথা শুনেছেন।  
বাজারে পলিশ ছাড়া চাল বাজারজাত করা হবে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল সরু ও চকচকে করতে পুষ্টির অংশ ছাঁটাই করে ফেলা হয়। এতে চাল চকচকে হলেও কার্বোহাইড্রেট ছাড়া কিছুই থাকেনা। এছাড়া পরিমানেও চাল কমে যায়। আগামী আমন মৌসুম থেকে পালিশ (ছাঁটাই) বিহীন চাল বাজারজাত করার আইন কার্যকর হবে। সেই লক্ষে মিলারদের উদ্বুদ্ধ করা হচ্ছে।  বৃহস্পতিবার (২ মে) দুপুরে নওগাঁ সার্কিট হাউস সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৪ সফল করার লক্ষে নওগাঁ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে সে সকল চাল বিতরন করা হবে আর মিলাররা যে সকল চাল বাজারজাত করবে সকল চালই পলিশ ছাড়া বাজারজাত করা হবে। কোম্পানি, অটোমিল, হাস্কিং রাইস মিল যারাই চাল বাজারজাত করবে সকল চাল হবে পলিশ ছাড়া। পলিশ ছাড়া চাল বাজারজাত হলে ভোক্তা পর্যায়ে চালের যে পুষ্টি ও গুনগতমান সেটা ঠিক থাকবে। আর এমনটাই চায় সরকার। এ বছরের আমন মৌসুম থেকে পলিশ ছাড়া চাল ভোক্তা পর্যায়ের বাজারজাত করা হবে বলে সাংবাদিকদের জানান মন্ত্রী। নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা'র সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার রাশিদুল হক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, মিল-মালিকসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আ.লীগ নেতার ফেসবুকে স্ট্যাটাস
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। এ ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতের পর কোনো এক সময় তিনি ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসটি দেন। পরে বুধবার (১ মে) সকালে তার লেখাটি ভাইরাল হয়ে যায়। অভিযুক্ত আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বাকি বিল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগিনা। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। ওই আওয়ামী লীগ নেতার শাস্তি দাবি করেছেন তারা। এদিকে সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে এক পর্যায়ে বুধবার বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কোনো এক সময় পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেন ওই নেতা। উপজেলার দিলপাশার ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেন, সরদার আজাদ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই তিনি আঙুল ফুলে কলা গাছ হয়েছেন। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব মানেন না। এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত। স্ট্যাটাসের বিষয়ে কথা বলতে সরদার আবুল কালাম আজাদের মোবাইল ফোনে বুধবার বিকেল ৫টা ৮ মিনিটে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরদার আজাদের মামা লোকমান হোসেন বলেন, আজাদ ফেসবুকে যেটা লিখেছে, সেটা সে কোনভাবেই লিখতে পারে না। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন। দলীয় আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনভাবেই তাকে ছাড় দেয়া হবে না। পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই ন্যক্কারজনক। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছে। ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পরিষদ নির্বাচনে উচ্চ আদালতের নির্দেশে চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকীর বাড়িতে মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নোটিশ নিয়ে লোক পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম। তার মনোনয়ন পত্র জমা হলে চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থী বাড়ছে। উচ্চ আদালতের আদেশের পর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম এ তথ্য জানিয়েছেন। চেয়ারম্যান প্রার্থী নাজমা আখতার লাকী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। আগামী ৮ মে প্রথম ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১ মে) দুপুরে ওই প্রার্থীর বাড়িতে গিয়ে দেখা যায়, আক্কেলপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের দুই জন ব্যক্তি তার মনোনয়নপত্র দাখিলের জন্য উচ্চ আদালতের আদেশ অনুযায়ী অনলাইনে প্রার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করে মনোনয়ন দাখিলের জন্য নোটিশ নিয়ে যান। কিন্তু প্রার্থী নোটিশ না নিয়ে তাদের ফিরিয়ে দেন। তবে তিনি মনোনয়ন পত্র দাখিল করে নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। ওই প্রার্থী সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেন নাজমা আখতার লাকী। সেই মোতাবেক তিনি নির্বাচনী তপসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল ব্যাংকে টাকা জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের অনলাইনে আবেদন করার সময় সার্ভারে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে চেষ্টা করেও নির্দিষ্ট সময় অতিবাহিত হলে তিনি মনোনয়ন পত্র দাখিল করতে ব্যর্থ হন। এর পর গত ২২ এপ্রিল তিনি নির্বাচনে অংশ গ্রহনের উদ্দেশ্যে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদন হাইকোর্ট আমলে নিয়ে গত ২৩ এপ্রিল শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি কে.এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চ জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তাকে আদেশপত্র প্রাপ্তির দুই দিনের মধ্যে ওই প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেওয়ার আদেশ দেন। এ ছাড়া ওই প্রার্থীর মনোনয়ন পত্র জমা না নেওয়ার কথিত ব্যর্থতার বিষয়ে নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিবালয়ের সচিব, জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই আদেশে। এরপর রিটার্নিং কর্মকর্তা রিটের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনে জানান। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত না পাওয়ায় নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র গ্রহন করেননি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা। এরপর মঙ্গলবার নাজমা আখতার লাকী আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন। আজ দুপুরে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নোটিশ নিয়ে তাঁর বাড়িতে লোক পাঠান। নাজমা আখতার লাকী বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আমার মনোনয়ন পত্র জমা নেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে আবারও আদালতকে বিষয়টি জানালে আদালত পুনরায় আমার মনোনয়নপত্র জামা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আমি নির্বাচনে অংশ গ্রহন করবো। আমাকে নিয়ে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। রিটার্নিং ও জেলা  নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে মনোনয়নপত্র জমা দিতে একটি নোটিশ দিয়ে লোক পাঠিয়েছি এবং ফোন করেছি। এখন পর্যন্ত সে আমাদের কাছে মনোনয়ন পত্র জমা দিতে আসেননি। তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইন সার্ভার চালু থাকবে। এই সময়ের পর তিনি মনোনয়ন জমা দিতে আসলে নির্বাচন কমিশনে আবারও কথা বলতে হবে।