• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

অবশেষে জয়পুরহাটে স্বস্তির বৃষ্টি

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২৪, ১৮:১৮
ছবি : আরটিভি

জয়পুরহাটে দীর্ঘ এক মাস তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। জেলার পাঁচটি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরে বৃষ্টি হয়েছে।

শনিবার (৪ মে) বিকেল ৪টা ১০ থেকে শুরু হয়ে ৪টা ৩৫ পর্যন্ত বৃষ্টি স্থায়ী ছিল।

এর আগে জয়পুরহাটে এক সপ্তাহে সর্বোচ্চ ৩৬ থেকে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করেছে। চলমান তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুনিরুজ্জামান মুনির বলেন, অবশেষে বহুকাঙ্খিত বৃষ্টি ঝড়েছে জয়পুরহাটে। শনিবার (৪ মে) বিকেল চারটার কিছু পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। সেই সঙ্গে প্রচণ্ড তাপে অস্থির জনজীবনে নেমে আসে স্বস্তি। খেটে খাওয়া শ্রমজীবী মানুষসহ সকলে এই বৃষ্টিতে অত্যন্ত আনন্দিত। আশা করা হচ্ছে কয়েক দিনের প্রচণ্ড তাপদাহ অনেকটা কমে আসবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
কারাগারে আটক জঙ্গি নেতা মন্তেজারের মৃত্যু
জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
X
Fresh