• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সুজনকে দোষ দিতে চান না তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুলাই ২০১৯, ১৯:৫৩
Tamim iqbal
খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তামিম ইকবাল || ছবি- সংগৃহীত

বিশ্বকাপে যত হতাশই করুক না বাংলাদেশ দল, তার ভেতরও প্রাপ্তি ছিল অনেক। সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্স টাইগারদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সঙ্গে মুস্তাফিজুর রহমানের ২০ উইকেট তাকে জায়গা করে দিয়েছিল উইকেট সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে। এছাড়া প্রত্যাশার চেয়ে ভালো খেলেছিলেন তরুণ অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

সব মিলে এতটা খারাপও খেলেনি বাংলাদেশ। তবু বাদ দেয়া হয় প্রধান কোচ স্টিভ রোডসকে। বাদ দেয়া হয় পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন কোচ সুনীল যোশিকে।

তিন কোচকে বাদ দেয়ায় বিপাকে পড়তে হয়েছে শ্রীলঙ্কা সিরিজে। তাই ভারপ্রাপ্ত কোচ হিসেবে তামিমদের সঙ্গে লঙ্কা দ্বীপে পাড়ি দেন বিশ্বকাপে দলের ম্যানেজারের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন। যদিও সুজন এমন খণ্ডকালীন দায়িত্ব নিতে অপারগতা জানান। তাতেও ঘুরে ফিরে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের ওপরই বর্তায় আপদকালীন কোচের দায়িত্ব।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নিজেদের আত্মতুষ্টির জন্য জিততে চাই: তামিম
---------------------------------------------------------------