• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২২তম অর্ধশতকের পর বিদায় রাহানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৯, ১৪:৫০
india-vs-bangladesh
ছবি- সংগৃহীত

ইডেন গার্ডেনসে গোলাপি বলে দিবা-রাত্রি ম্যাচে দ্বিতীয় দিনে ব্যাট করছে ভারত। শনিবার বাংলাদেশের বিপক্ষে ৬৮ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।

কলকাতায় প্রথম ইনিংসে শূন্য রানে বিদায় নেন তিন ব্যাটসম্যান মুমিনুল, মিঠুন, মুশফিক। চরম বাজে ব্যাটিংয়ে ১০৬ রানে অলআউট বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৪ রান তুলে প্রথম দিন শেষ করে ভারত।

দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ৫৯ রানে ও আজিঙ্কা রাহানে ২৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন। দুজনে মিলে সাবধানী শুরু করলেও রানের চাকা সচল রাখেন।

ইনিংসের ৬০তম ওভারে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন রাহানে। দুই ওভার পরেই তাইজুল ইসলামের বলে আউট হন ডান-হাতি এই ব্যাটসম্যান।
৬২তম ওভারের প্রথম বলে পয়েন্টে থাকা এবাদত হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সবশেষ খবরে ৬৬ ওভার পর ৪ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ৯৪ রান করে অপরাজিত বিরাট। সঙ্গে ক্রিজে রয়েছেন ৬ রান করা রবীন্দ্র জাদেজা।

আরো পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh